promotional_ad

শারজাহর প্রধান কোচের দায়িত্বে ডুমিনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেঁছে নিয়েছিলেন জেপি ডুমিনি। কাজ করেছেন সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল বোল্যান্ড রকসের প্রধান কোচ হিসেবে। এর আগে জাতীয় দল ও লায়ন্সের ব্যাটিং পরামর্শ হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাউথ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার।


এবার নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। তাকে কোচ হিসেবে দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে। তাকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। 



promotional_ad

ডুমিনি এখনও সাউথ আফ্রিকার সীমিত ওভারের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের শেষ দিকে নিজ দেশের জাতীয় দলের এই দায়িত্ব হাতে নেন তিনি। শারজাহর কোচের দায়িত্ব নেয়াতে জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন কিনা এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ডুমিনির। এরপর ২০১৯ সাল পর্যন্ত খেলা চালিয়ে গেছেন তিনি। প্রোটিয়াদের হয়ে ৪৬টি টেস্ট, ১৯৯টি ওয়ানডে ও ৮১টি টি-টোয়েন্টিতে খেলেছেন এক সময়ের এই তারকা ব্যাটার।


২০২০ সালে সবধরনের ক্রিকেট থেকে বিদায় বলে দেন তিনি। এরপর কোচ হিসেবেই ক্যারিয়ার শুরু করেন। সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির প্রথম আসরে পার্ল রয়্যালসেরও প্রধান কোচের দায়িব পালন করেছেন  ডুমিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball