promotional_ad

টেস্ট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে রশিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি রশিদ খানের। জানা গিয়েছিল চোটের কারণে তাকে টেস্ট দলের বাইরে রাখা হয়েছে। মূলত চিকিৎসকরাই তাকে পরামর্শ দিয়েছেন চোট সেরে না ওঠা পর্যন্ত টেস্ট না খেলতে।


ফলে আপাতত সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরেই থাকবেন রশিদ। যদিও সীমিত ওভারের ক্রিকেটে তার খেলতে কোনো বাধা নেই। সম্প্রতি রশিদের টেস্ট দলে না থাকা নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে কথা বলেছেন আফগানিস্তান দলের মিডিয়া ম্যানেজার নাসির খান।



promotional_ad

তিনি বলেছেন, 'সে (রাশিদ) আপাতত টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছে। অনেকদিন ধরে তার একটি চোট সমস্যা রয়েছে। তাই চিকিৎসকরা আপাতত তাকে টেস্ট ক্রিকেট না খেলার পরামর্শ দিয়েছে।'


আপাতত বিরতিতে থাকলেও এক বছর বা বেশি সময় তাকে টেস্ট থেকে দূরে থাকতে হবে কিনা সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তিনি। তবে তিনি জানিয়েছেন চিকিৎসকের সবুজ সংকেত পাওয়ার আগে রশিদের সাদা পোশাকের ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই।


নাসির খানের ভাষ্য, 'আমরা জানি না, তার অনুপস্থিতির মেয়াদ এক বছরের জন্য কিনা। এখন পর্যন্ত নিশ্চিত হলো, সে কিছু সময়ের জন্য বাইরে থাকবে, যত দিন না পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। চিকিৎসকের সবুজ সংকেত পাওয়ার আগে সে টেস্ট খেলবে না। আমরা এখনই বলতে পারব না, ঠিক কত দিনের জন্য সে বাইরে।'



২০২১ সালের মার্চের পর আর টেস্ট খেলেননি রাশিদ। এখন পর্যন্ত পাঁচ টেস্টের ৯ ইনিংসে ৩৪ উইকেট শিকার করেছেন রশিদ। বল হাতে চারবার ৫ উইকেট নিয়েছেন তিনি। এমন পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে তার শূন্যতা ভোগাবে আফগান দলকে।


এই আফগান ক্রিকেটার সর্বশেষ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। এর ফলে শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। এরপর দেশে ফিরে শাপাগিজা লিগ খেলার সময় পুরোনো পিঠের চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় ছিটকে যান রশিদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball