promotional_ad

রুট-ওকসদের নৈপুণ্যে সহজেই জিতল ইংল্যান্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০৫ রানের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে এক পর্যায়ে ১১৯ রান তুলতে চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেখান থেকে জো রুটের অসাধারণ নৈপুণ্য পাঁচ উইকেটের জয় পায় ইংল্যান্ড। এর আগে ক্রিস ওকস-ম্যাথু পটসদের দারুণ বোলিংয়ের পরও কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৩২৬ রান তুলেছিল শ্রীলঙ্কা। যদিও ম্যাচটি হেরে যায় তারা।


শ্রীলঙ্কা দিন শুরু করে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ১৮৭ রান নিয়ে। লিড ছিল ৬৫ রানের। আগের দিন হাফ সেঞ্চুরি করে ৫২ রানে অপরাজিত ছিলেন কামিন্দু মেন্ডিস। এরপর এই লিডকে তিন অঙ্ক পার করিয়ে সামনের দিকে নিয়ে যান তিনি।


তাকে উপযুক্ত সঙ্গ দেন দিনেশ চান্দিমাল। সপ্তম উইকেট জুটিতে ১০৭ রান তোলেন এই দুজন। এ দিন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পান কামিন্দু। ১১৩ রান করে তিনি আউট হলেও চান্দিমাল শেষ পর্যন্ত টিকেছিলেন। দশম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ৭৯ রান।



promotional_ad

লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার বেন ডাকেট ও ড্যানিয়েল লরেন্স ৫ ওভারেই তোলেন ৩৩ রান। কিন্তু ষষ্ঠ ওভারে আসিথা ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরে যান ডাকেট। ম্যাচে আসে নাটকীয় মোড়।


তারপর বেশিক্ষণ টিকেননি অধিনায়ক ওলি পোপও। ৬ রান করে প্রবাথ জয়াসুরিয়ার বলে ফিরে যান তিনি। একটু পর ৩৪ রান করা ওপেনার লরেন্সকে ফেরান অভিষিক্ত পেসার মিলান রত্নায়েকে। এরপর রুট সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে নিয়ে গড়েন ৪৯ রানের জুটি।


এই জুটিতে ৩২ রানই আসে ব্রুকের ব্যাটে। জয়াসুরিয়ার বলে তারই হাতে ক্যাচ দিয়ে ব্রুক ফিরলে আবার বিপদে পড়ে ইংল্যান্ড। শুরুতে ওভারে ছয়ের বেশি রান তোলা ইংল্যান্ড হাত গুটিয়ে নিয়ে পরের আট ওভারে তোলে মাত্র ১৩ রান।


তারপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জেমি স্মিথ আবারও হাত খুলে হাঁকাতে শুরু করলে রানের গতি বাড়ে। পঞ্চম উইকেট জুটিতে এই দুজন তোলেন ৬৪ রান। আগের ইনিংসে ১১১ রান করা স্মিথ বোল্ড হন আসিথার বলে। এই ইনিংসে করেন ৪৮ বলে ৩৯ রান।



শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রাখেন রুট। মাঠ ছাড়েন ১২৮ বলে ৬২ রানের ইনিংস খেলে। সঙ্গে ওকস অপরাজিত থাকেন ৮ রানে। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন আসিথা ও জয়াসুরিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball