আমরা প্যানিকড না হইঃ তামিম

ছবি:

গত বছরের দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই বাংলাদেশের দলে ছন্দপতন স্পষ্ট লক্ষণীয়। একই সাথে চণ্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ ও দলের কোচিং স্টাফ ইস্যুতে নামা বিতর্কে বাংলাদেশ ক্রিকেটে রীতিমত অস্থিরতা নেমে আসে।
তার উপর দলের সেরা ক্রিকেটারের ইনজুরি ভালোই ভোগাচ্ছে বাংলাদেশকে। যার ফল স্বরূপ ঘরের মাঠে তিন ফরম্যাটেই শ্রীলঙ্কার বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা সহ্য করতে হয়েছে বাংলাদেশকে।
এমন নড়বড়ে অবস্থায় শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে যেতে হচ্ছে বাংলাদেশকে। দলের পরিস্থিতি আদর্শ না হলেও অস্থির হওয়ার কিছু দেখছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা তামিম ইকবাল দেখেছেন দলের ভালো ও খারাপ সময় বিচার করার অভিজ্ঞতা রাখেন। তার দাবী, মাত্র একটি জয়ই বাংলাদেশকে সঠিক পথে ফেরানোর জন্য যথেষ্ট।
নিদাহাস ট্রফির আগে পিএসএল খেলে আসা তামিম বলেছেন, ‘আমি বিশ্বাস করি, দলের সবাই বিশ্বাস করে যে এই জায়গা থেকে বের হয়ে আসতে আমরা মাত্র একটা ম্যাচ দূরে আছি।’
বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্টদের সবাইকে উদ্দেশ্য করেই তামিম বলেছেন, ‘সবখানে আমরা প্যানিকড করা শুরু করি। একটা সিরিজ আমাদের মনের মত হয়নি। মনে হয় যেন সবাই আমরা প্যানিকড করছি। আমাদের প্যানিকড করা কমাতে হবে।’
তবে তিন জাতি এই টুর্নামেন্টের ফেভারিট দল হিসেবে ভারতকেই এগিয়ে রাখছেন তামিম। তবে ছোট ফরম্যাটের অনিশ্চয়তায় আশা দেখছেন এই তারকা ওপেনার।
‘ফেভারিট যদি বলতে হয় অবশ্যই ইন্ডিয়া। তারা দারুণ ফর্মে আছে। এই ফরম্যাটেই এত ইন্টারেস্টিং খেলা যে একটা ম্যাচের উপর ডিপেন্ড করেই কিন্তু পুরোটা বদলে যেতে পারে।’