থাইল্যান্ডে সাকিব

ছবি:

আঙ্গুলের ইনজুরি এখনও সেরে উঠেনি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। তারপরও তাকে আসন্ন নিদাহাস ট্রফির জন্য দলে রেখেছেন নির্বাচকরা।
নির্বাচকরা আশা করছেন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আগেই সেরে উঠবেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবে সাকিব যদি সিরিজের শুরুতে সেরে না উঠেন তখন তার পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্ব দিবেন বাংলাদেশকে।
শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে আঙ্গুলে চোট পান সাকিব। এরপর এই ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজেও খেলা হয়নি তার।

এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিরিজের শুরু থেকেই সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। আঙ্গুলের চিকিৎসা করাতে বর্তমানেত সে থাইল্যান্ডে অবস্থান করছে বলেও জানান তিনি।
এছাড়াও প্রধান নির্বাহী আরও আশা করছেন সাকিব দ্রুত দেশে ফিরবে এবং দলের সঙ্গেই শ্রীলংকা যাবে। তিনি জানান, 'সাকিব থাইল্যান্ডে চলে গেছে, গত কাল রাতে।
আরেকটি মতামত নেওয়ার জন্য। আজকে থাইল্যান্ডে দুই জন অর্থোপেডিকস বিশেষজ্ঞর সঙ্গে তার অ্যাপয়েনমেন্ট রয়েছে। এরপর সে ফিরে আসবে। আশা করছি ও দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবে।'