ব্যাটসম্যান মিরাজের দেখা মিলবে শ্রীলঙ্কায়

ছবি:

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজের দলে ছিলেন না টাইগার তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী মাসেই শ্রীলঙ্কার মাটিতে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ।
টাইগারদের আসন্ন এই সিরিজের দলে ফিরেছেন মিরাজ। বয়সভিত্তিক দলে ব্যাটে বলে সমান অবদান রাখলেও জাতীয় দলে বিশেষায়িত স্পিনারের তকমা সেঁটে গেছে এই অলরাউন্ডারের গায়ে।
তবে, সুযোগ পেলে শ্রীলঙ্কা সফরেই দেখা যেতে পারে ব্যাটসম্যান মিরাজকে। এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার নিজে। দিন দিন নিজের ব্যাটিংয়ের উন্নতি করছেন বলেও জানিয়েছেন তিনি।

মিরাজের ভাষ্যমতে, 'টি-২০'তে সেরকম সুযোগ পাওয়া যায় না। হয়তো পাঁচ বা দশ বল, আর ওইরকম সময়ে গিয়ে কিন্তু মারতে হয়। চেষ্টা করছি, দিনে দিনে ব্যাটিংটার উন্নতি করার জন্য।'
সুযোগ পেলে দলের জন্য বল হাতেও অবদান রাখার চেষ্টায় থাকবেন মিরাজ। যদিও, টি২০ ফরম্যাটে ব্যাটসম্যনরা সবসময় আক্রমণাত্মক থাকে। তারপরও ভালো করার চেষ্টায় থাকবেন তিনি।
এই প্রসঙ্গে মিরাজ বলেন, 'টি-২০'তে সবসময় আক্রমণাত্মক থাকতে হয়। বিশেষ করে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক থাকে। বোলারদেরও আক্রমণাত্মক থাকতে হয়। যদি ম্যাচ খেলি তবে ভালো করার চেষ্টা থাকবে।'