'আন্তর্জাতিক টি-টুয়েন্টির প্রসার হোক'

ছবি:

ফ্রেঞ্চাইজি লীগ নয়, আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটই হওয়া উচিৎ যেকোনো ক্রিকেটারের স্বপ্ন; এমনটাই মনে করছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার।
"আমি মনে করি একজন প্রোফেশনাল ক্রিকেটার হিসেবে সব সময়ই নিজের দেশকে প্রাধান্য দিয়েই এগিয়ে যাওয়া উচিত।"; ইংলিশ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন তিনি।
বর্তমানে ক্রিকেটারদের ফ্রেঞ্চাইজি লীগের প্রতি যে অদম্য নেশা, সেটার ঘোর বিরোধিতা করেছেন বাটলার। বরঞ্চ দেশের হয়ে সংক্ষিপ্ত ভারসনের ক্রিকেটের প্রতি নিজের স্পৃহার কথা জানান তিনি।

বাটলারের ভাষ্যমতে- "আমি কখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভক্ত নই। আমি কখনই মনে করি না যে এই পথেই এগোতে হবে। আমি বিশ্বাস করি আ???্তর্জাতিক ভাবেই টি-টুয়েন্টি ক্রিকেট অনেক বড় অবস্থানে রয়েছে। সব ক্রিকেটারকেই সর্বদা আন্তর্জাতিক পর্যায়েই ভাল পারফর্মেন্স করার চেষ্টা করা উচিত।"
একইসাথে বাটলারের মতে, টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিটি সিরিজের সাথেই অন্তর্ভুক্ত হওয়া উচিৎ। তাহলে দেশের পোশাকে সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটের উপরে আরও বেশী ভালো লাগা কাজ করতে পারে ক্রিকেটারদের।
"যখন আমরা কোন সফরে যাই-তখন সেই সফরে যদি কয়েকটি ওয়ানডে এবং কয়েকটি টি-টুয়েন্টি ম্যাচ থাকে তবে সকলের ভেতরেই আলাদা একটা ভাল লাগা কাজ করে। কিন্তু যখন শুধু টি-টুয়েন্টি খেলতে যাই তখন সেই আগ্রহটা সেরকম থাকে না।"