promotional_ad

পাপনের কথাতেই ওয়ালশের বিশেষ ক্যাম্প

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে চরম হতাশাজনক সিরিজ শেষে বাংলাদেশ দলের ফাস্ট বোলারদের নিয়ে বিশেষ পরিকল্পনা সাজিয়েছিলেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আর তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে ১৪ জন পেসারদের নিয়ে একটি বিশেষ বোলিং ক্যাম্প শুরু করেন তিনি। 




জানা গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশেই পেসারদের নিয়ে কাজ শুরু করেছেন ওয়ালশ। নিদাহাস ট্রফির স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন পাপন নিজেই। মূলত গত সিরিজ শেষেই ওয়ালশের সাথে বসে এই পরিকল্পনা করেছিলেন পাপন। এই প্রসঙ্গে গণমাধ্যমকে পাপন বলেন, 



promotional_ad



'ওয়ালশের সঙ্গে আগে আমি কথা বলেছিলাম গত সিরিজ নিয়ে। এই সিরিজ নিয়ে আমি সবার সাথেই কথা বলেছি। কিন্তু পরদিনই রিচার্ড হ্যালস্যাল ছিল না, যোশীও ছিল না। সাইমন হ্যালমট ছিল তার সঙ্গে কথা বলেছি। ওয়ালশ ছিল, তার সঙ্গে কথা বলেছি। সেইদিক থেকে সেদিনই বসে ঠিক করেছিলাম স্পেশাল পেস বোলিং ক্যাম্প আমরা করব।'





নিদাহাস ট্রফির আগে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও আলাদা একটি ক্যাম্প করা হয়েছে যেখানে নিজেদের ঝালিয়ে নিতে পারবে তাঁরা বলে জানান পাপন। এই ক্যাম্পের উদ্দেশ্য নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'কিছু ব্যাটসম্যান যাদের আমরা চাই ফর্ম ফিরে আসুক, আত্মবিশ্বাস বাড়ুক। তাদেরকেও নিয়ে ক্যাম্প চালু রেখেছি।'





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball