সাকিবকে হারালেন ম্যাক্সওয়েল

ছবি:

সম্প্রতি শেষ হওয়া ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল। পুরো সিরিজে ম্যাচে ১টি সেঞ্চুরিসহ ২৩৩ রান সংগ্রহ করেছেন তিনি।
বল হাতেও শিকার করেছিলেন ৩টি উইকেট। দারুণ এই পারফর্মেন্সের পুরস্কার অবশ্য পেয়েছেন তিনি। এই সিরিজ শেষে টি টোয়েন্টি র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আর র্যাংকিংয়ের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অজি তারকা ম্যাক্সওয়েল। বর্তমানে এই অজি ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৩৯০। ম্যাক্সওয়েল শীর্ষে উঠে আসায় অবশ্য কপাল পুড়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।
৩২৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে নেমে গেছেন তিনি। সাকিবের পর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মোহাম্মদ নবি (২৯২), মারলন স্যামুয়েলস (২৩৯) এবং জেপি ডুমিনি (২৩৫)।
এদিকে টি টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের। ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।
রশিদ খানের পর দ্বিতীয়তে অবস্থান কিউই স্পিনার ইশ সোধির। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭০০। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে স্যামুয়েল বদ্রি (৬৯১), ইমাদ ওয়াসিম (৬৭৭) এবং জাসপ্রিত বুমরাহ (৬৭৪)।
র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকারেরও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাকিয়ে র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি।
তবে অলরাউন্ডার এবং বোলারদের র্যাংকিংয়ে অদলবদল হলেও ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে পরিবর্তন হয়নি। এই তালিকার যথারীতি শীর্ষে আছেন কিউই ওপেনার কলিন মুনরো। দ্বিতীয় এবং তৃতীয়তে আছেন ম্যাক্সওয়েল ও বাবর আজম।
সেরা পাঁচ ব্যাটসম্যান-

১। কলিন মুনরো (৮০১)
২। গ্ল্যান ম্যাক্সওয়েল (৭৯৯)
৩। বাবর আজম (৭৮৬*
৪। অ্যারন ফিঞ্চ (৭৬৩)
৫। মার্টিন গাপটিল (৭৪৭)
সেরা পাঁচ বোলার-
১। রশিদ খান (৭৫৯)
২। ইশ সোধি (৭০০)
৩। স্যামুয়েল বদ্রি (৬৯১)
৪। ইমাদ ওয়াসিম (৬৭৭)
৫। জাসপ্রিত বুমরাহ (৬৭৪)
সেরা পাঁচ অলরাউন্ডার-
১। গ্ল্যান ম্যাক্সওয়েল (৩৯০)
২। সাকিব আল হাসান (৩২৬)
৩। মোহাম্মদ নবি (২৯২)
৪। মারলন স্যামুয়েলস (২৩৯)
৫। জেপি ডুমিনি (২৩৫)