নিউজিল্যান্ডের অবিশ্বাস্য জয়

ছবি:

লম্বা সময় পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।স্টোকসের ফেরা ম্যাচে স্বভাবতই আলাদা প্রত্যাশাও ছিল ইংলিশদের। তবে ফলাফল নিজেদের মত পেল না মরগানরা।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচে তিন উইকেটে হেরেছে সফরকারীরা। ইংল্যান্ডের দেয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই ইংলিশ পেসারদের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা।
দলীয় ২৭ রানের ভেতরেই কিউই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান মারটিন গাপটিল, কলিন মুনরো এবং অধিনায়ক কেন উইলিয়ামসন প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু মিডেল অর্ডারে অভিজ্ঞ রস টেইলর ও টম লাথামের ব্যাটে ভালভাবেই ম্যাচে ফেরার আভাস দেয় কিউইরা।
নিউজিল্যান্ডের ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে দ্বিতীয় সর্বাধিক ১৭৮ রান আসে এই দু'জনের ব্যাট থেকে। তবে ২০৫ রানের মাথায় ব্যক্তিগত ৭৯ রানে লাথামকে আউট করে ব্রেক থ্রু এনে দেন দীর্ঘ পাঁচ মাস পর ক্রিকেটে ফেরা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

এরপরেই ফের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে উইকেটের এক পাশ আগলে রেখে একাই লড়ে গেছেন টেইলর, তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম শতক। ১২টি চারে ১১৬ বলে ১১৩ রানের দায়িত্বশীল ব্যাটিং করে আদিল রশিদের বলে বাটলারের হাতে স্ট্যাম্পিংয়ের শিকার হন টেইলর।
কিন্তু শেষের দিকে মিচেল স্যান্টনারের ২৭ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করেই চার বল হাতে রেখেই তিন উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নেয় স্বাগতিকরা। সফরকারীদের হয়ে বেন স্টোকস এবং ক্রিস ওকস দুটি করে উইকেট লাভ করে।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারে জেসন রয় এবং জো রুটের ব্যাটে বড় সংগ্রহের আভাস পায় সফরকারীরা। এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন রয়। তবে অর্ধশতক পূর্ণ করে ৭১ রান করে সাজঘরে ফিরে যান রুট।
তবে মিডেল অর্ডারে উইকেটরক্ষক জস বাটলারের ৭৯ রানের উপর নির্ভর করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। স্বাগতিকদের হয়ে ইস সোধি, ট্রেন্ট বোল্ট এবং স্যান্টনার দুইটি করে উইকেট নেন।
ব্যাট হাতে সেঞ্চুরি করে ম্যাচসেরা হন রস টেইলর। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী ২৮ ফেব্রুয়ারি ওভালে মুখোমুখি হবে দু'দল।