'লাল বলের ক্রিকেট থেকে মন উঠে গেছে'

কাউন্টি ক্রিকেট
'লাল বলের ক্রিকেট থেকে মন উঠে গেছে'
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

ইংলিশ লেগ স্পিনার আদিল রাশিদ লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি নিয়েছেন। আসন্ন মৌসুমে কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে শুধু মাত্র সাদা বলের ক্রিকেট খেলবেন তিনি। ইতিমধ্যে চুক্তি সেরে ফেলেছেন তিনি।

টেস্ট ক্রিকেটে অনিয়মিত এই লেগ স্পিনার অবশ্য ইংল্যান্ডের ওয়ানডে দলের অন্যতম সদস্য। ধারনা করা হচ্ছে, ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপ ও ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে শুধুই সাদা বলের ক্রিকেট খেলে যেতে চান তিনি।

তবে রাশিদ বললেন ভিন্ন কথা। লাল বলের ক্রিকেট উপভোগ করছেন না তিনি, তাই এই সিদ্ধান্ত নেয়া। 'সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার।  চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম।

এখানে অনেক কিছুই জড়িত, খেলাটাকে উপভোগ করছি কিনা সেটা বড় ব্যাপার। আমার মনে হয়েছে আরও এক মৌসুম খেলা আমার পক্ষে সম্ভব না। আর উপভোগ না করে খেলে গেলে সেটা আমার পারফর্মেন্সে প্রভাব ফেলবে।'

দীর্ঘ পরিসরের ক্রিকেটে মন প্রান দিয়ে খেলতে পারছেন না তিনি। তাই দল ও নিজের কাছে ছোট হতে চান না তিনি। রাশিদ বলছেন, 'গত মৌসুম ইয়র্কশায়ারের হয়ে লাল বলে খেলার সময় আমি শতভাগ দিয়ে খেলতে পারি নি। আমি চাই নি আমার দল এবং নিজের কাছ ছোট হতে। তাই সিদ্ধান্তটা নেয়া, লাল বলের খেলায় আমার অনুভূতিই মূল কারন। আমার মন উঠে গেছে দীর্ঘ পরিসরে ক্রিকেট থেকে।'

রাশিদের পথ ধরেছেন আরও দুই ইংলিশ ম্যান। ইংল্যান্ড ওয়ানডে ও টি-টুয়েন্টি সেট আপের নিয়মিত সদস্য অ্যালেক্স হেইলস ও ডেভিড উইলি আছেন এই দলে। নিজ নিজ কাউন্টির সাথে শুধুই সাদা বলের ক্রিকেট খেলবেন হেইলস-উইলিরা।

তবে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়ায় সমালোচনা সইতে হচ্ছে রাশিদকে। রাশিদ নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, 'ব্যক্তিগতভাবে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই এই পথে হাঁটতে পারে তবে সেটা তাদের সিদ্ধান্ত। আমি এই পথে এসেছি তাই বলে বাকিদের আমার পথে আসতে হবে এমন কোন কথা নেই। আমার অনুভূতি থেকেই লাল বলের ক্রিকেট ছাড়া, আর কিছু না।'

আরো পড়ুন: this topic