বাংলাদেশ সফরকেই উন্নতির সোপান হিসেবে দেখেছেন সামারাবিরা

ছবি:

চলতি বছর বাংলাদেশ সফরে দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর টেস্ট সিরিজ ও টি২০ সিরিজও নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
লঙ্কান ব্যাটিং পরামর্শক থিলান সামারাবিরা মনে করেন, বাংলাদেশ সফরে বেশ ভালোভাবেই নিজেদের গুছিয়ে নিতে পেরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সফরে তা প্রমাণিত হয়েছে বলেও মনে করেন তিনি।
তাছাড়া, লংকান প্রধাণ কোচ চান্ডিকা হাথুরুসিংহের এটাই ছিল প্রথম মিশন। সামারাবিরা জানিয়েছেন হাথুরু তার কাজটা অনেক সহজ করে দিয়েছেন।

সামারাবিরার ভাষ্যমতে, "আমি বিশ্বাস করি আমরা অল্প সময়ের মধ্যেই বেশ ভালো ভাবে গুছিয়ে নিয়েছি। বাংলাদেশ সফরে এটি প্রমাণিত হয়েছে। আমাকে অবশ্যই বলতে হবে ,প্রধাণ কোচ চান্ডিকা হাথুরুসিংহের ইনপুট আমার কাজটা সহজ করে দিয়েছে।"
বাংলাদেশ সফরে খেলোয়াড়দের মনঃসংযোগে জোড় দিয়েছিলেন হাথুরুসিংহে ও সামারাবিরা। সেই লক্ষ্যে তারা সফল হয়েছেন। লঙ্কান খেলোয়াড়দের প্রতিভা ও কৌশল নিয়ে কোনো সন্দেহ নেই বলেও জানিয়েছেন লঙ্কান ব্যাটিং কোচ।
এই প্রসঙ্গে সামারাবিরা বলেন, "বাংলাদেশ সফরে আমি এবং প্রধাণ কোচ চান্ডিকা হাথুরুসিংহে খেলোয়াড়দের মাইন্ড সেটের উপর গুরুত্ব দিয়েছিলাম। এটাই আমাদের প্রধাণ কাজ ছিল। খেলোয়াড়রা অনেক প্রতিভাবান এবং তাদের কৌশল নিয়ে খুব বেশি কাজ করার কিছু নেই।"