'আনলাকি সেভেনে' সবার উপরে বাংলাদেশ

বাংলা-লঙ্কা সিরিজ
'আনলাকি সেভেনে' সবার উপরে বাংলাদেশ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

স্কোরবোর্ডে ১৯৩ রান, তারপরও পরাজিত দল হিসেবে মাঠ ছাড়তে হলো রিয়াদ বাহিনীকে। শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রান করার পরও হারতে হয়েছে বাংলাদেশকে।

এদিন বোলারদের যথাসময়ে উইকেট শিকার করতে না পারা এবং অগোছালো বোলিংয়ে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্য ২২ বল বাকি থাকতেই হেসে খেলে ছুঁয়ে ফেলে সফরকারী শ্রীলংকা।

২২ বল হাতে রেখে জয় তুলে নেয়ার পাশাপাশি বাংলাদেশকে লজ্জার রেকর্ডেও নাম লেখাতে সক্ষম হয়েছে সফরকারীরা। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে এতো বল হাতে রেখে ১৯৩ রান বা তার উপরের লক্ষ্য ছুঁয়ে ফেলার এই লজ্জার রেকর্ডে বাংলাদেশকে সবার উপরে নিয়ে এসেছে লঙ্কানরা।

এর আগে কখনই এতো কম বল খেলে ১৯৩ বা তার বেশী বড় লক্ষ্য চেজ করেনি কেউই।  এই লজ্জার রেকর্ডটি গড়ে টাইগাররা পেছনে ফেলেছে উইন্ডিজদের। এর আগে এই রেকর্ডটি ছিল তাদের।

২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৬ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা পেরিয়েছে ১৭.৪ ওভারে। আর বৃহস্পতিবার শ্রীলংকা বাংলাদেশের দেয়া এই লক্ষ্য ছুঁয়েছে মাত্র ১৬.৪ বলে।

এদিকে এর আগে প্রথমে ব্যাট করে ১৯৩ কিংবা এর বেশি করে হেরেছে মাত্র ৬টি দল। সপ্তম দল হিসেবে এই তালিকায় যোগ দেয়ার পাশাপাশি সবার উপরের স্থানটি দখল করে নিয়েছে টাইগাররা।

অবশ্য টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশী বল হাতে রেখে রান তাড়া করার রেকর্ডটি ডাচদের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের ছুঁড়ে দেওয়া ১৯০ রানের লক্ষ্যটি ৩৭ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল তারা।

আরো পড়ুন: this topic