promotional_ad

দুই নতুনের দুই উইকেট

promotional_ad

বাংলাদেশঃ ১৯৩/৫,  মুশফিকঃ ৬৬* সৌম্যঃ ৫১। 


ওভারঃ ২০, মেন্ডিস ২/ ২১।


শ্রীলঙ্কাঃ ৯০/২,  থারাঙ্গা ৫* শানাকা ০*।


ওভারঃ


কঠিন পুঁজির মুখে বাংলাদেশঃ


আগে ব্যাট করে সৌম্য ও জাকিরের ব্যাটে দ্রুত রান তুলে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ওভার প্রতি দশ করে রান তুলে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সৌম্যর ফিফটির পর মুশফিক ও রিয়াদের জুটি মিডেল অর্ডারে বাংলাদেশের রাজত্ব বজায় রাখে।


আগ্রাসী ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ ৪০ রান যোগ করে আউট হলেও লঙ্কান বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছে মুশফিক। তার হার না মানা ৬৬ রানের ইনিংস বাংলাদেশকে পাঁচ উইকেটে ১৯৩ রানের বড় পুঁজি গড়তে সাহায্য করে। লঙ্কানদের  হয়ে সেরা বোলার ছিলেন জীবন মেন্ডিস। তিন ওভারে ২১ রান খরচায় দুই উইকেট নিয়েছেন তিনি। 



promotional_ad

লঙ্কানদের স্বাধীন ব্যাটিংঃ


বড় পুঁজি তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই হাত খুলে খেলে দুই লঙ্কান ওপেনার। গুনাথিলাকা ও মেন্ডিসে ওভার প্রতি দশ রান করে তুলে শ্রীলঙ্কা। পঞ্চম ওভারেই দলের স্কোর অর্ধশত রান ছাড়া করে।


কাঙ্ক্ষিত উইকেটের দেখাঃ


ম্যাচে ফিরতে উইকেটের দরকার ছিল বাংলাদেশের। ব্যাটিং পাওয়ারপ্লের শেষ ওভারে এসে প্রথম উইকেট জুটি ভাঙ্গে বাংলাদেশ। অভিষিক্ত নাজমুল আপুর বলে ১৫ বলে ৩০ রান যোগ করা গুনাথিলাকা স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন। 


আফিফ থামালেন মেন্ডিস ঝড়ঃ


উইকেট পতনে অবশ্য ছন্দ পতন হয়নি মেন্ডিসের। ২৫ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন তিনি। তবে বেশিদূর এগোতে পারেন নি তিনি। আফিফের বলে অষ্টম ওভারে বাউন্ডারিতে সৌম্যর হাতে ক্যাচ তোলেন তিনি। ২৭ বলে ৫৩ রান করে আউট হন মেন্ডিস।





শ্রীলংকা একাদশঃ 


নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা,  দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুশাল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুস্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা 8, দাসুন শানাকা,  আকিলা ধনঞ্জায়া, এস মাধুসাংকা, ঈশুর উদানা।


বাংলাদেশ একাদশঃ


জাকির হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball