promotional_ad

টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুমিনি

promotional_ad

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতেই ইনজুরির কারণে ছিটকে গেছেন দ??্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ওয়ানডে সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এইডেন মার্করাম নেতৃত্ব দিলেও টি২০ সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি।


ডুমিনিকে অধিনায়ক করে মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের এই সিরিজে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ক্রিস্টিয়ান জোংকার। ১৪ সদস্যের স্কোয়াডে আরও রয়েছেন হাইনরিখ ক্লাসেন।


র‌্যাম স্লাম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মের  কারণেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জোংকার। দক্ষিণ আফ্রিকার এই টি২০ টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক এই ব্যাটসম্যান।


ভারতের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটিং তারকা হাশিম আমলা ও তরুণ ব্যাটসম্যান এইডেন মার্করামকে। অস্ট্রেলিয়া সিরিজের কথা ভেবেই তাদের বিশ্রামে রাখা হয়েছে।



promotional_ad

তাছাড়া, ইমরান তাহিরকেও বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলে দলে ডাক পেয়েছেন তাবরেইজ শামসি ও অ্যারন ফাঙ্গিসো। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জোহানেসবার্গে শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।


২১ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে পোর্ট এলিজাবেথে। কেপটাউনে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।




দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড:



জেপি ডুমিনি (অধিনায়ক), ফারহান বেহারদিয়েন, জুনিয়র ডালা, এবি ডি ভিলিয়ার্স, রেজা হ্যান্ড্রিকস, ক্রিস্টিয়ান জোংকার, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস মরিস, ডেন প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, অ্যান্দিলো ফেহলুকোয়ায়ো, তাবরাইজ শামসি ও জন-জন স্মাটস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball