promotional_ad

শিক্ষক আছে, হেডমাষ্টার নেই

promotional_ad

আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফি নামের একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সেই সিরিজের আগে যে বাংলাদেশকে কোচ বিহীনই থাকতে হচ্ছে তা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 


তবে বিসিবি চাইলে এই সিরিজর আগে মাইকেল বেভান অথবা নেইল ম্যাকেঞ্জিকে ব্যাটিং কোচ হিসেবে কিছুদিনের জন্য নিয়োগ দিতে পারে বলে জানান জালাল ইউনুস। সোমবার সাংবাদিকদের এই প্রসঙ্গে তিনি বলেন,


'কোচের যে লিস্ট আমাদের কাছে আছে আমরা মনে করি যে অনেকে বাংলাদেশে টিমের সঙ্গে হয়ত ওইভাবে অ্যাডজাস্ট করতে পারবে না বলে আমরা কনফার্ম করতে পারছি না। নিদাহাস ট্রফি পর্যন্ত যদি এখন আমরা...দুটো ব্যাটিং কোচের নাম আপনারা আগেই জানেন বেভান ও ম্যাকেঞ্জি।'


মিডিয়া কমিটির চেয়ারম্যান আরো বলেন, 'নিদাহাস কাপ পর্যন্ত আমরা যদি তাদের আনতে পারি....কিন্তু সম্ভাবনা খুব কম। এত ক?? সময়ের মধ্যে কোনো ব্যাটিং কোচ হয়ত আনা সম্ভব হবে না। এর মধ্যে এখান থেকে যদি আমরা কাউকে হেড কোচ বানাতে পারি কিনা...সে ধরনের আলাপ-আলোচনা হচ্ছে। সে কে হবে সেটা এখনই বলতে পারছি না।'



promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হেরে যাওয়ার পর কোচের অভাব প্রকটভাবে বোধ করেছে বাংলাদেশ। সেই কারণেই কোচ নিয়োগে জোর দেয়া হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেছেন,  


'আগে থেকেই ছিল। আমরা হেড কোচ নিয়ে আগে থেকেই সিরিয়াস। একটা স্কুলে সবধরনের শিক্ষক থাকতে পারে। অঙ্কের শিক্ষক থাকতে পারে ভুগোলের শিক্ষক থাকতে পারে কিন্তু হেড মাস্টার তো দরকার। সবধরণের শিক্ষক আছে হেডমাস্টার নাই।'


হেড কোচের অভাব ক্রিকেটাররাও অনুভব করছে জানিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, 'আমাদের একজন হেড কোচ অবশ্যই দরকার। এটা কিন্তু প্লেয়াররাও ফিল করছে। কয়েকদিন আগে কয়েকজন সিনিয়র প্লেয়ার বলছিল যত শিগগির সম্ভব হেড কোচের প্রয়োজন আছে।'


এদিকে নিদাহাস ট্রফির পরে ম্যাকেঞ্জি কিংবা বেভান যেকোনো একজনকে দীর্ঘ সময়ের জন্য নিয়োগ দেয়ার কথা ভাবছে বিসিবি। তবে কিছু শর্তাবলী নিয়ে তাদের সাথে আলাপ করা বাকি আছে বিধায় এখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান। জালাল ইউনুসের ভাষ্যমতে, 



'নিদাহাস কাপের পর আমরা যদি ব্যাটিং কোচ পাই তাহলে হয়তো বেভান বা ম্যাকেঞ্জির মধ্যে একজনকে নিয়োগ দেয়া  যেতে পারে। এটাও কিন্তু আলাপ আলোচনার মধ্যে আছে।  কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যেগুলো নিয়ে এখনও তাদের সাথে আলাপ ফাইনাল পজিশনে আসতে পারি নাই। এখনো বিবেচনায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball