অবাক হাথুরুসিংহে!

ছবি:

মিরপুর টেস্টের টার্নিং উইকেটে বাজে ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুঁট???য়ে যায় টাইগাররা। এরপরে ম্যাচের চতুর্থ ইনিংসে ১২৩ রানে অলআউট হয়ে সফরকারী শ্রীলঙ্কার কাছে ২১৫ রানের বিশাল ব্যবধানে হারে তারা।
এতে অবশ্য টাইগার ব্যাটসম্যানদের দোষ দিচ্ছেন না লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহে। বরঞ্চ মিরপুরের টার্নিং উইকেট নিয়েই কিছুটা নারাজ তিনি।
তারপরেও টাইগাররা এতো কম রানে অলআউট হয়ে যাবে সেটা প্রত্যাশা করেননি হাথুরুসিংহে নিজেও। একইসঙ্গে লঙ্কান ব্যাটসম্যানদের তুলনামূলক ভালো ব্যাটিংয়ে স্বস্তি প্রকাশ করছেন তিনি।

প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাতকারে হাথুরুসিংহে জানান, "এটা ভীষণ কঠিন উইকেট। তারা পারেনি বলে দোষ দিতে পারেন না। তবে যেভাবে তারা ব্যর্থ হয়েছে, সেটি আমিও প্রত্যাশা করিনি। তারা এর চেয়ে ভালো ব্যাটিং করতে পারতো।
"এই উইকেটে ৩০০ রান প্রত্যাশা করতে পারেন না। তবে প্রথম দিন ২৪০ ভালো স্কোর। আমরা করতে পেরেছি ২২০ (২২২), কিছুটা কম হয়েছে। তবে ভাবতে পারিনি তারা প্রথম ইনিংসে ১১০ রানে গুটিয়ে যাবে।"
তবে ঢাকা টেস্টে হারলেও নিজেদের প্রথম টেস্টে, চট্টগ্রামে দারুণ খেলেছিল টাইগাররা। টেস্টের শেষদিনে মমিনুল হক এবং লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই টেস্ট ড্র করেছিলো মাহমুদুল্লাহ বাহিনী।