promotional_ad

টেস্টের ক্লান্তি ঘুচাতে টি২০ দলে চমক

promotional_ad

ঢাকা টেস্ট শেষ হয়েছে শনিবার ভর দুপুরে। তার খানিক বাদেই বাংলাদেশ দলের নির্বাচকরা ঘোষণা করছেন আসন্ন টি২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল। দল ঘোষণার সময় চমকের পর চমক দেখিয়েছেন তারা।


টাইগারদের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার আবু জায়েদ, পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক, উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও আফিফ হোসেন।


তাছাড়া, সাইফউদ্দিন-আবু হায়দারের মাত্র চার-পাঁচটা টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। ফলে দুই ম্যাচ টি২০ সিরিজের দলটিকে তারুণ্য নির্ভর দলই বলা যায়।


বিপিএলের গত আসরে দুর্দান্ত পারফরমেন্স করা তরুণদের মধ্যে কয়েকজনকে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের দলে দেখা যাবে তা অনুমান করাই যাচ্ছিলো। তবে, দল ঘোষণার পর সেই অনুমানকেও ছাড়িয়ে গেলেন নির্বাচকরা।



promotional_ad

দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়ার জন্য এই ফরম্যাটটাকেই বেছে নিয়েছেন তারা। তাছাড়া, ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের ক্লান্তি ঘুচাতেই তারুণ্য নির্ভর দল গড়ায় মনোযোগ দিয়েছিলেন।


প্রধাণ নির্বাচকের ভাষ্যমতে, ‘টি-টোয়েন্টি নতুন ফরম্যাট, সব খেলোয়াড় সব সংস্করণে খেললে...শারীরিকভাবে তো নিচ্ছে না। টেস্ট ম্যাচে দেখেন কত ক্লান্ত মনে হচ্ছিল খেলোয়াড়দের! আমাদের টেস্ট দলে বেশির ভাগ খেলোয়াড়ের জায়গা পোক্ত। টি-টোয়েন্টির মতো নতুন সংস্করণে নতুন খেলোয়াড় দিয়ে নতুনভাবে আমরা শুরু করতে চাই। নতুন খেলোয়াড়দের দেখার জন্য এই ফরম্যাটটা ভালো।’ 


নতুনদের চমকের ভিড়ে টেস্ট ও ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ফিরেছেন টি২০ দলে, গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭, ৪৪—দারুণ দুটি ইনিংস দেখা গিয়েছে বাঁহাতি ওপেনারের ব্যাটে।


সৌম্যকে দলে রেখে দেয়ার ব্যাখ্যায় প্রধাণ নির্বাচক নান্নু বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত টি-টোয়েন্টি সিরিজে সে সবচেয়ে ভালো খেলেছে। তাকে এই সংস্করণে তাই রেখেছি।’ 



তবে, বাংলাদেশ দলের সবচেয়ে বড় স্বস্তি, টি২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান দলে ফিরেছেন। যদিও তিনি ১৫ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।


আজ বিকেলেই এই টাইগার ক্রিকেটারের তাঁর আঙুলের সেলাই কাটার কথা। তারপরই বোঝা যাবে সাকিব লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ খেলবেন কি না।


প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান ও আফিফ হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball