'আক্রমণাত্মক থাকলেই আমার ব্যাটিং ভালো হয়'

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
'আক্রমণাত্মক থাকলেই আমার ব্যাটিং ভালো হয়'
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

ঢাকা টেস্টের প্রথম এবং দ্বিতীয় ইনিংসে জোড়া অর্ধশতক হাঁকিয়েছেন শ্রীলঙ্কা দলের মিডল অর্ডার ব্যাটসম্যান রোশন ডি সিলভা। তাঁর ৭০ রানের অপরাজিত ইনিংসেই বাংলাদেশের সামনে ৩৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিলো সফরকারীরা। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই রোশনের প্রশংসা না করে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে বেশ ভালো খেলেছেন রোশন উল্লেখ করে রিয়াদ বলেছেন,  

'আমার মনে হয় না। আমি যা বললেন, রোশনের ব্যাটিংয়ের কথা। অবশ্যই খুব ভালো ব্যাটিং করেছে, ওর বল সিলেকশনও খুব ভালো ছিল। তাইজুল যেমন ওকে কিছু বল করেছে, অফ স্টাম্পের একটু বাইরে কিন্তু স্পিন করে বেরিয়ে যাচ্ছিল। সেটাও ও খুব ভালো খেলেছে।'

নিজের ব্যাটিং নিয়েও কথা বলেছেন রিয়াদ। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রান করে আকিলা ধনঞ্জয়ার বলে আউট হয়েছিলেন রিয়াদ। নিজের ব্যাটিং নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে টাইগারদের এই ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন,   

'আমার মনে হয় একেকজনের ব্যাটিং ক্রাইটেরিয়া একেকরকম। আমার মনে হয় আমি যখন পজিটিভ ও অ্যাগ্রেসিভ থাকি, তখন আমার ব্যাটিংটা আরও ভালো হয়। তখন আমি সেটল ডাউন হই। আমি এভাবেই আজকে শুরু করেছিলাম।'

রিয়াদ আরো যোগ করেন,  'আমি ভেবেছিলাম আকিলা একপাশ থেকে বল করবে, ফার্স্ট ইনিংসে ওভাবে আউট করেছিল , এবারও ওরকম চেষ্টা করবে। একজন্য লেগ স্লিপ থেকে সরিয়ে কাভারে নিয়ে যায়। তো যা বলছিলাম, বলটা আমি ডিফেন্ড করতে গিয়েছিলাম, স্লিপে চলে গিয়েছে। আমি আবারও বলছি, ইনটেন্ড না থাকলে চান্সটা খুব কমে যায়।' 

আরো পড়ুন: this topic