সকালেই জোড়া আঘাত হানতে চান মিরাজ

ছবি:

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে লঙ্কানদের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ দল। তারপরও স্বস্তিতে দিন শেষ করতে পারেনি টাইগাররা। দিনের শুরুতে মাত্র ৩ রান তুলতেই শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
টাইগারদের প্রথম ইনিংস থেমেছে মাত্র ১১০ রানে। গত এক দশকে ঘরের মাঠে যা সবচেয়ে বাজে ইনিংস বাংলাদেশ দলের। টাইগারদের বিপদ আরও বেড়েছে লঙ্কানদের দাপুটে দ্বিতীয় ইনিংসে।
দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা ৮ উইকেটে ২০০ রান সংগ্রহ করেছে। বেশ কিছু সহজ ক্যাচের মাশুল গুনে দিন শেষে ৩১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ দল।

দ্বিতীয় দিনের খেলা শেষে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, তৃতীয় দিনে টাইগারদের প্রধাণ পরিকল্পনা দিনের শুরুতেই লঙ্কানদের অবশিষ্ট দুই উইকেট তুলে নেয়া।
উইকেট তুলে নেয়ার পর। লঙ্কানদের দেয়া টার্গেট তাড়া করার আত্মবিশ্বাস বাংলাদেশ দলের আছে বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। ইতিমধ্যেই লঙ্কানদের লিড ৩০০ ছাড়িয়েছে। ইতিহাস বলে, টেস্টে বাংলাদেশ দলের ৩শত রানের স্কোর তাড়া করে জয়ের কোনো রেকর্ড নেই।
মিরাজ অবশ্য বিশ্বাস রাখছেন দলের উপর, "ম্যাচেতো সব কিছুই হতে পারে। আমাদের লক্ষ্য আগামীকাল দ্রুত দুটি উইকেট নেওয়া। আমাদের আত্মবিশ্বাস আছে, সকালে দ্রুতি উইকেট তুলে নেওয়ার পর ওরা যাই রান করুক না, সেটা চেজ করার।"