ভারতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

আন্তর্জাতিক
ভারতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একটি দ্বিপাক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ দল। চলতি বছরের জুনে আফগানিস্তানের মাটিতে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।

নিরাপত্তা শঙ্কায় আফগানিস্তানে খেলা হয় না। ফলে, সিরিজটি ভারতে আয়োজনের জন্য চেষ্টা চালাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে, ক্রিকেটের নবীন এই দেশটিকে অনেক ক্ষেত্রেই সাহায্য করে আসছে ভারত।

আসন্ন এই সিরিজটি প্রথমে আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ভেন্যু জটিলতায় সেই পথ থেকে সড়ে আসে আফগানিস্তান। তারপরই ভারতের দ্বারস্থ হয় তারা।

আফগানিস্তানের বিপক্ষে এই অ্যাওয়ে সিরিজে তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের। ভারতের উত্তরখন্ডের দেহরাদানে অনুষ্ঠিত হতে পারে ম্যাচগুলো।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জুন মাঠে গড়াবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। যদিও সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে সিরিজের ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেবে।

আরো পড়ুন: this topic