বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর লঙ্কানদের

ছবি:

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ছিলো ২৯৩ রান। ২০০৮ সালে ঢাকাতেই এই রান সংগ্রহ করেছিলো লঙ্কানরা। অবশেষে সেই রেকর্ডটি ভেঙ্গে গেলো দীর্ঘ ১০ বছর পর।
বৃহস্পতিবার টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাত্র ২২২ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। আর এরই সাথে বাংলাদেশের সাথে মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন রানের রেকর্ডটি আবারো নতুন করে লিখলো দীনেশ চান্ডিমালের দলটি।
এর আগে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের তৃতীয় সর্বনিম্ন স্কোরটি ছিলো ৩১৬ রানের। ২০০৬ সালে বগুড়াতে এই রানে অলআউট হয়েছিলো তারা। এছাড়াও গত বছর কলম্বোতে ৩১৯ রানে বাংলাদেশের কাছে গুটিয়ে গিয়েছিলো শ্রীলঙ্কা।
এদিকে লঙ্কানদের ব্যাটিং ধ্বসের পেছনে মূল হন্তারক হিসেবে কাজ করেছেন দীর্ঘ চার বছর পর বাংলাদেশ দলে যোগ দেয়া স্পিনার আব্দুর রাজ্জাক। ১৬ ওভার বোলিং করে ৬৩ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। আর ৮৩ রানে ৪ উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর-
১। ২২২ (ঢাকা- চলমান)- ২০১৮ সাল
২। ২৯৩ (ঢাকা)- ২০০৮ সাল
৩। ৩১৬ (বগুড়া)- ২০০৬ সাল
৪। ৩১৯ (কলম্বো)- ২০১৭ সাল