১৯৬৪ সালের পর প্রথম বাংলাদেশ

বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ
১৯৬৪ সালের পর প্রথম বাংলাদেশ
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে নেমেই দারুণ একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। এদিন টসে হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম দুই ওভারই স্পিনারদের দিয়ে করান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।  

প্রথম ওভারটি এক প্রান্ত থেকে শুরু করেন মেহেদি হাসান মিরাজ। এরপরের ওভারটি দেয়া হয় অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে। এর মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর টেস্টে বোলিং করলেন রাজ্জাক। 

আর বাংলাদেশও গড়ে ফেললো অনন্য একটি রেকর্ড।  ১৯৬৪ সালের পর এই প্রথম কোনো টেস্টের প্রথম ইনিংসে দুই প্রান্ত থেকে স্পিনারদের বোলিং করতে দেখা গেলো। ১৯৬৪ সালে সর্বপ্রথম এই দৃশ্য দেখা গিয়েছিলো ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচে। 

সেই ম্যাচে দুই ভারতীয় স্পিনার এম এল জয়সীমা ও সেলিম দুররানি ওপেনিং বোলিং করেছিলেন।  এ পর্যন্ত মোট ৪৮ বার দুই প্রান্তে স্পিনার দিয়ে ইনিংস শুরু করার নজীর রয়েছে। তবে প্রথম ইনিংসে এখন পর্যন্ত আজকের ম্যাচটি সহ এই নজীর দেখা গেলো দ্বিতীয়বারের মতো।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ-

দিমুথ গুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল। 

আরো পড়ুন: this topic