promotional_ad

'ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটাই আমার মূল লক্ষ্য'

promotional_ad

ক্যারিবিয়ান অফ স্পিনার সুনিল নারিন জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নামাটাই তাঁর বর্তমানে মূল লক্ষ্য। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলেই নিজেকে প্রস্তুত করতে হবে বলে মনে করেন এই ক্যারিবিয়ান অফ স্পিনার। বার্বাডোজের এক টিভি প্রোগ্রামে উপস্থিত হয়ে নারিন বলেন,


'এটি আসলে তেমন কিছু নয় (ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে না চাওয়া)। আমি শুধু আন্তর্জাতিক ক্রিকেট এবং ৫০ ওভারের খেলা থেকে কয়েকদিন দূরে থাকতে চেয়েছি। আমার মনে হয় আমার কিছুদিন ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচ খেলা প্রয়োজন আবারো নিজেকে মানিয়ে নিতে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আমি ভালোভাবে ফিরতে পারবো।' 


বর্তমানে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে রিজিওনাল সুপার ৫০ ওয়ানডে টুর্নামেন্টে খেলছেন নারিন। যেখানে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। এখন পর্যন্ত তাঁর ইকনোমি রেটও সবথেকে সেরা (২.১০)। 



promotional_ad

মূলত ত্রিনিদাদের হয়ে পারফর্ম করতে পারলেই আবারো ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আত্মবিশ্বাস ফিরে পাবেন তিনি বলে মনে করেন নারিন। আর নিজেকে ক্রিকেটের বড় মঞ্চের জন্য প্রস্তুত করতে আত্মবিশ্বাস বাড়ানোর মিশনেও নেমেছেন তিনি। নারিনের ভাষ্যমতে,


'এটি সম্পূর্ণ আমার নিজের পারফর্মেন্স এবং আত্মবিশ্বাসের ব্যাপার, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে পারফর্ম করতে পারলে আমি আবারো ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে পারবো। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটাই আমার মূল লক্ষ্য।'


ক্যারিবিয়ান এই তারকা স্পিনার আরো বলেন,  'আপনাকে ক্রিকেটকে উপভোগ করতেই হবে, সেটি যেখানেই হোক। সুতরাং আমি দেখতে চাই ৫০ ওভারের এই ম্যাচগুলো কিরূপ হয় এবং আমি এতে কতটা মানিয়ে নিতে পারি এবং উপভোগ করতে পারি।'



উল্লেখ্য দেশের হয়ে নারিন সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৬ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে আবুধাবিতে। আর টেস্ট ফরম্যাটে মাঠে নেমেছিলেন আরো আগে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে। তবে ওয়ানডে এবং টেস্টে অনিমিয়ত থাকলেও টি টোয়েন্টিতে গত বছরেই ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি। 


সুত্র- ক্রিকইনফো 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball