মমিনুলকে নিয়ে সাকিবের ভবিষৎবাণী

আন্তর্জাতিক
মমিনুলকে নিয়ে সাকিবের ভবিষৎবাণী
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

সব চেয়ে কম ইনিংস খেলে টেস্টে ২০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

২০০০'র রানের মাইল ফলক স্পর্শ করতে বাঁহাতি এই ব্যাটসম্যানের লেগেছে মোট ৪৭ ইনিংস। যেখানে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা এই মাইলফলক স্পর্শ করেছেন ৫০ ঊর্ধ্ব ইনিংস খেলার পর।

এদিকে ইনজুরির কারণে সতীর্থ মমিনুলের এই মাইলফলক স্পর্শের ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না এই অলরাউন্ডার।

তবে দলের সঙ্গে না থাকলেও সতীর্থ মমিনুলের দ্রুত এই মাইলফলক স্পর্শে আনন্দিত সাকিব। সতীর্থকে নিয়ে ভবিষৎবাণীও করেছেন এই টেস্ট দলপতি।

সাকিবের মতে মমিনুল যেভাবে এখন খেলছেন এভাবে খেলা চালিয়ে গেলে টেস্টে দশ হাজার রান করাও তাঁর পক্ষে অসম্ভব হবে না। তিনি বলেন,

'সবচেয়ে কম ইনিংস খেলে সে দুই হাজার রান করেছে। আমি আশা করি, সে ১০ হাজার রান করবে টেস্টে এবং এই যোগ্যতা ওর ভালোভাবেই আছে।'

সাকিব আরও বলেন,  'সে যদি অতোগুলো ম্যাচ খেলতে পারে তবে আমি নিশ্চিত ১০ হাজার রান করবে। আমাদের মত ওর এতো বেশি সংখ্যক ম্যাচ খেলতে হবে না। কম ম্যাচ খেলেই  সে ১০ হাজার রান করে ফেলতে পারবে।'

আরো পড়ুন: this topic