promotional_ad

মমিনুলকে নিয়ে সাকিবের ভবিষৎবাণী

promotional_ad

সব চেয়ে কম ইনিংস খেলে টেস্টে ২০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।


২০০০'র রানের মাইল ফলক স্পর্শ করতে বাঁহাতি এই ব্যাটসম্যানের লেগেছে মোট ৪৭ ইনিংস। যেখানে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা এই মাইলফলক স্পর্শ করেছেন ৫০ ঊর্ধ্ব ইনিংস খেলার পর।


এদিকে ইনজুরির কারণে সতীর্থ মমিনুলের এই মাইলফলক স্পর্শের ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না এই অলরাউন্ডার।



promotional_ad

তবে দলের সঙ্গে না থাকলেও সতীর্থ মমিনুলের দ্রুত এই মাইলফলক স্পর্শে আনন্দিত সাকিব। সতীর্থকে নিয়ে ভবিষৎবাণীও করেছেন এই টেস্ট দলপতি।


সাকিবের মতে মমিনুল যেভাবে এখন খেলছেন এভাবে খেলা চালিয়ে গেলে টেস্টে দশ হাজার রান করাও তাঁর পক্ষে অসম্ভব হবে না। তিনি বলেন,


'সবচেয়ে কম ইনিংস খেলে সে দুই হাজার রান করেছে। আমি আশা করি, সে ১০ হাজার রান করবে টেস্টে এবং এই যোগ্যতা ওর ভালোভাবেই আছে।'



সাকিব আরও বলেন,  'সে যদি অতোগুলো ম্যাচ খেলতে পারে তবে আমি নিশ্চিত ১০ হাজার রান করবে। আমাদের মত ওর এতো বেশি সংখ্যক ম্যাচ খেলতে হবে না। কম ম্যাচ খেলেই  সে ১০ হাজার রান করে ফেলতে পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball