promotional_ad

ঢাকা টেস্টেও মমিনুলের জোড়া সেঞ্চুরি চান সাকিব

promotional_ad

টাইগার ব্যাটিং তারকা মমিনুল হক চট্টগ্রাম টেস্টে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে গাভাস্কার-লারা-সাঙ্গাকারাদের নামের পাশে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছেন মমিনুল। আর তাতেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কা থেকে ম্যাচ ড্র করতে সক্ষম হয়ে বাংলাদেশ দল।


তাছাড়া, এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের রেকর্ড এখন মমিনুলের দখলে। সব মিলিয়ে দারুণ একটি স্বপ্নের মত ম্যাচ কেটেছে এই টাইগার তারকার।



promotional_ad

এদিকে, বাংলাদেশ দলের টেস্ট দলপতি সাকিব আল হাসানের পূর্ণ আস্থা আছে মমিনুলের দক্ষতার উপর। এই টাইগার অলরাউন্ডার মনে করেন মমিনুলের পক্ষে প্রতি ইনিংসেই ভালো করা সম্ভব। আগামী ২ ইনিংসেই যদি মমিনুলের ব্যাট থেকে যদি সেঞ্চুরি আসে তাতেও অবাক হবেন না সাকিব।


এই প্রসঙ্গে তিনি বলেন, "শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় টেস্টেও আশা করি সে তার দক্ষতা দেখাতে পারবে। আমি আশাবাদী এই টেস্টের দুই ইনিংসে সে দুটো সেঞ্চুরি করতে পারবে।  মুমিনুল এমন একজন খেলোয়াড় যে, ওর জন্য সেঞ্চুরি করা অপ্রত্যাশিত কিছু না। ওর কাছ থেকে প্রতি ইনিংসেই ভালো কিছু আশা করা যায়। ওর এই যোগ্যতা আছে।"


উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙ্গুলের ইনজুরিতে পড়ে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন টি২০ সিরিজে তার মাঠে ফেরার কথা রয়েছে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball