promotional_ad

টি-টুয়েন্টি সিরিজে ফিরছেন সাকিব?

promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হাতের আঙ্গুলের সেই ইনজুরি এখনো সারেনি সাকিবের। যার কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি তিনি।


তাকে ছাড়া মিরপুর টেস্টেও নামতে হবে বাংলাদেশকে। তবে সোমবার জানা গেল ১৫ই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজেও কিছুটা অনিশ্চিত সাকিব আল হাসান। কেননা তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সোমবার মিডিয়াকে জানান, "সাকিবের ইনজুরি নিয়ে কোনো ঝুঁকিই নেবে না বাংলাদেশ। সবকিছু নির্ভর করছে সাকিবের সুস্থতার ওপর। আমরা কোনো ঝুঁকি নেব না। তাকে কোনো জোরও করব না। ভালোভাবে সেরে উঠলেই সে খেলবে।"



promotional_ad

তবে সাকিবের ইনজুরি দ্রুতই সেরে উঠছে বলে মিডিয়াকে আশ্বস্ত করেছেন তিনি। এক্ষেত্রে সমস্যার বিষয় হচ্ছে সাকিবকে যে সার্জন পর্যবেক্ষণে রেখেছিলেন তিনি এই মুহূর্তে ভারতে গিয়ে ছু??ি কাটাচ্ছেন। 


"দ্রুত সেরে উঠছেন সাকিব। তাকে যে সার্জন দেখছেন, তিনি ভারতে গেছেন ছুটি কাটাতে। ১০ তারিখে ফিরবেন। তিনি যদি দেখেন ঘা শুকিয়ে গেছে এবং ব্যান্ডেজের প্রয়োজন হচ্ছে না, তবে ১০ তারিখের পর তিন-চার দিনের মধ্যেই ফিরবেন সাকিব।


অর্থাৎ, ১০ তারিখ যদি ডাক্তার দেশে ফিরেন, তাহলে সাকিবকে পর্যবেক্ষণ করবেন তার পরের দিনই। সেক্ষেত্রে ১২ বা ১৩ তারিখ থেকে শুরু হতে পারে সাকিবের রিহ্যাব। এরপরে সাকিবের ইনজুরি পুরোপুরি সারলে টি-টুয়েন্টি সিরিজে ফিরতে পারেন তিনি।





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball