promotional_ad

ব্যাটিং নিয়ে তুষ্ট রিয়াদ

promotional_ad

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরিতে চট্টগ্রাম টেস্টে প্রথম বারের মতো টাইগারদের নেতৃত্ব দিয়েছেন  মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম টেস্টে তার দল হারেনি! আবার জিতেনি! ম্যাচটি ড্র হয়েছে।


তাই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মাহমুদুল্লাহর। তবে অধিনায়কত্বটাকে সম্মানের ব্যাপার মনে করেন তিনি। অন্য ক্রিকেটারদের মতো তারও অধিনায়কত্বের ইচ্ছা রয়েছে। তবে, সাকিব আগামী টেস্টে ফিরলে নিজের ব্যাক্তিগত পারফরম্যান্সে নজর দিতে চান মাহমুদুল্লাহ।


চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেছেন, 'খুব গভীরভাবে চিন্তা করিনি। তবে সম্মানের ব্যাপার। প্রতিটি ক্রিকেটারেরই ইচ্ছে থাকে। পরের ম্যাচে সাকিব সুস্থ হয়ে গেলে ফিরবে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করবো ভালো কিছু করার।"



promotional_ad

চট্টগ্রাম টেস্টে কঠিন পরিস্থিতিতে থেকে ড্র করেছে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে সেখান থেকে ইতিবাচক ব্যাপারগুলো নিতে চান মাহমুদুল্লাহ। পরবর্তী টেস্টে তা কাজে দিবে বলে মনে করেন তিনি। তবে, জিততে পারলে ভালো লাগত তার।


এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, 'যে রকম পরিস্থিতি থেকে আমরা ড্র পেয়েছি, অধিনায়ক হিসেবে সেখান থেকে ইতিবাচক ব্যাপারগুলোই নিতে চাই। পরবর্তী টেস্টে তা আমাদের কাজে দিবে। জিততে পারলে ভালো লাগতো।'


দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট মাহমুদুল্লাহ। তবে, দলের বোলারদের কষ্টও মনে ধরেছে তার। বিশেষ করে স্পিনারদের। তাছাড়া, দলের প্রায় সকলের ব্যাটিং ভালো হওয়াতে অধিনায়ক হিসেবে তৃপ্ত তিনি।



'বোলারদের খুব কষ্ট হয়েছে। স্পিনাররা খুব কষ্ট করেছে। তাদের স্পিনাররাও। দুই দলের ব্যাটসম্যনরা ভালো করেছে। আমাদের সবার ব্যাটিং ভালো হয়েছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball