সর্বোচ্চ জুটির রেকর্ডে মমিনুল-লিটন

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অনেক কিছু প্রমাণ করার প্রয়োজন ছিলো টাইগার ব্যাটসম্যান মমিনুল হকের। আর সেটাই করে দেখিয়েছেন তিনি।
টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭৬ রানের অনবদ্য এক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে তুলে নিয়েছেন সেঞ্চুরি।পাশাপাশি উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের সাথেও গড়েন ১৮০ রানের একটি বাম্পার জুটি।

আর মমিনুল-লিটনের এই জুটির সুবাদেই লিডের দেখা পেতে সক্ষম হয় বাংলাদেশ। অপরদিকে এই দুই ব্যাটসম্যান গড়েছেন জুটির ইতিহাস।
এখন পর্যন্ত মমিনুল ও লিটনের ১৮০ রানের এই জুটিটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ।
এর আগে এই উইকেটে সর্বোচ্চ ১৬৭ রানের রেকর্ডটি ছিলো সাকিব আল হাসান এবং নাইম ইসলামের। ২০১২ সালে ঢাকার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেট জুটিতে এই রান করেন সাকিব-নাইম।
তালিকার তৃতীয়তে আছে সাকিব এবং তামিমের ১৫৫ রানের জুটিটি। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকার মাটিতে এই রান করেন তারা।