promotional_ad

চা পান বিরতির আগে তাইজুলের আঘাত

promotional_ad

সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ, প্রথম ইনিংসঃ


৫১৩ অল আউট (১২৯.৫ ওভার) মমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদুল্লাহ ৮৩*।


হেরাথ ৩/ ১৫০, লাকমল ৩/ ৬৮।


শ্রীলঙ্কা, প্রথম ইনিংসঃ


৪১৬/৩ (৮৩ ওভার ) রোশন ৩৮*, চান্ডিমাল ০*।


চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে দারুণ ব্যাটিং করে ১ উইকেটে ১৮৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলো সফরকারী শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৮৩ এবং ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত ছিলেন ১০৪ রান করে।


আজ টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। অপরদিকে ধনঞ্জয়াও তার সেঞ্চুরিটিকে ডাবলে রূপান্তরিত করার লক্ষ্যে দারুণ ব্যাটিং করে যান। যদিও শেষ পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হননি তিনি। আউট হয়েছে ১৭৩ রান করে।



promotional_ad

ধনঞ্জয়ার পর ডাবল সেঞ্চুরি মিস করেছেন কুশল মেন্ডিসও। ১৯৬ রান করে চা পান বিরতির কিছুক্ষণ আগে হতাশা নিয়ে ফিরে যেতে হয়েছে তাঁকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যে ৩ উইকেটে ৪১৬ রান নিয়ে চা পান বিরতিতে গিয়েছে লঙ্কানরা। বিরতির পর ৩৮ রান করা রোশন সিলভার সাথে ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক দীনেশ চান্ডিমাল।  


এর আগের দিন প্রথম ইনিংসে পাঁচশ ছাড়ানো স্কোর গড়ে বল হাতেও শুরুটা ভালো করেছিলো বাংলাদেশ দল। শুন্য রানেই দিমুথ করুনারত্নের উইকেট তুলে নিয়ে লঙ্কানদের বিপদে ফেলে দিয়েছিলো টাইগাররা। 


কিন্তু এরপরেই রীতিমত ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন ধনঞ্জয়া ডি সিলভা। আর তার সাথে দারুণ সতর্কতার সাথে ব্যাটিং করে যান কুশল মেন্ডিস। আর এই দুই ব্যাটসম্যানের ব্যাটে আর উইকেট না হারিয়ে ১৮৭ রান নিয়ে দিন শেষ করেছিলো শ্রীলঙ্কা। 


আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আজ দ্বিতীয় দিন শুরু করেন দুই ব্যাটসম্যান। টাইগার বোলারদের নাস্তানাবুদ করে ৩০৮ রানের বিশাল এক জুটি গড়েন তারা।


এই জুটি গড়ার পথে ধনঞ্জয়া ডি সিলভা এগিয়ে যাচ্ছিলেন তার প্রথম ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু ৩০৮ রানের মাথায় লাঞ্চ বিরতির পর শুরুতেই  ধনঞ্জয়াকে ফিরিয়ে দিয়ে তার স্বপ্ন ভঙ্গ করেন মুস্তাফিজুর রহমান।


১৭৩ রানে খেলতে থাকা ধনঞ্জয়া পুল শটে বাউন্ডারি আদায় করে নেয়ার চেষ্টায় ব্যর্থ হন। তবে ধনঞ্জয়া ফিরে গেলেও উইকেট কামড়ে পড়ে থেকে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন ওপেনার কুশল মেন্ডিস। কিন্তু এবার তাঁকে স্বপ্নভঙ্গ করান টাইগার স্পিনার তাইজুল ইসলাম। 


১৯৬ রান করে তাইজুলের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাঁকে। আর মেন্ডিস ফিরে গেলে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৪১৫ তে। এরপর স্কোরবোর্ডে আর ১ রান যোগ করে চা পান বিরতিতে যায় লঙ্কানরা। 


তবে মেন্ডিস আরও আগেই ফিরতে পারতেন। দুই দুইবার তাঁকে আউট করার সুযোগ মিস করেছিলো বাংলাদেশ। ইনিংসের শুরুতেই মুস্তাফিজের বলে স্লিপে মেন্ডিসের ক্যাচ ফেলেছিলেন মিরাজ। আবার সানজামুলের বলে ফের স্লিপে সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ইমরুল কায়েস।



উল্লেখ্য নিজেদের প্রথম ইনিংসে মমিনুল হকের ১৭৬ এবং মুশফিকুর রহিমের ৯২ রানের ইনিংসে ভর করে ৫১৩ রানের বড় স্কোর দাঁড়া করিয়েছিলো বাংলাদেশ। মমিনুল ও মুশফিক ছাড়াও ৫৩ বলে ৫২ রানের একটি অনবদ্য অর্ধশতকের ইনিংস খেলেছিলেন ওপেনার তামিম ইকবাল।


বাংলাদেশ একাদশ-   


তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম।


শ্রীলঙ্কা একাদশ-  


দিমুথ করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), রোশন সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, লক্ষ্মণ সন্দাকান, লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball