'সব বললে তো প্রতিপক্ষরা জেনে যাবে'

বাংলা-লঙ্কা সিরিজ
'সব বললে তো প্রতিপক্ষরা জেনে যাবে'
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

তিন বছর পর টেস্ট সেঞ্চুরি পেয়েছেন মমিনুল হক। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর বুধবার শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথম দিন সেঞ্চুরি হাঁকানোর পর ১৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিন অবশ্য ইনিংসটাকে বেশিক্ষণ টানতে পারেননি এই ব্যাটসম্যান।

আগের দিনের ব্যক্তিগত রানের সাথে ১ রান যোগ করে লঙ্কান অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের কাছে উইকেট বিলিয়ে ফিরেছেন সাজঘরে। এদিন দ্রুত সাজঘরে ফিরলেও সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি।

আর সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল এমন ইনিংস খেলার পেছনে মূল রহস্য কি? উত্তরে মুখ খুলতে চাননি এই বাঁহাতি ব্যাটসম্যান। উল্টো ঠাট্টা করে বললেন,

'আমি কোন বিষয়ের উপর কাজ করেছি তা স্পষ্ট করে বললে তো প্রতিপক্ষরা জেনে যাবে'।

পাশাপাশি সংবাদ সম্মেলনে নাকি সব কিছু নিয়ে কথা বলে শেষ করা যাবেনা বলেও জানান তিনি। মমিনুলের ভাষ্যমতে, ‘সব বিষয়ে কথা বলতে গেলে তো সংবাদ সম্মেলন শেষ হবে না।’

আরো পড়ুন: this topic