উদযাপন নিয়ে মুখ খুললেন মমিনুল

ছবি:

"ব্যক্তিগতভাবে মনে করি, মুমিনুলের কিছু প্রমাণ করার ছিল এবং সে সেটা দারুণভাবে করেছে। দেখে আমারও ভালো লাগছে। আমি জানি কেন ও এটা (খ্যাপাটে উদযাপন) করেছে।"
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনশেষে মমিনুল হকের সেঞ্চুরি উদযাপন নিয়ে এমনটাই বলছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। তবে টেস্টের দ্বিতীয় দিনশেষে এই বিষয়ে মুখ খুলেছেন খোদ মমিনুল হকই।
দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে আসলে উপস্থিত সাংবাদিকদের একজন তাকে খ্যাপাটে উদযাপন প্রসঙ্গে জিগ্যেস করেন। "নির্দিষ্ট কোনো কারণ ছিল না। আপনারা যেরকম মনে করছেন আসলে এরকম কোনো কারণ ছিল না।"

তবে দীর্ঘদিন ধরে সেঞ্চুরি করতে পারছিলেন না মমিনুল হক সৌরভ। শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করায় আক্ষেপ কিছুটা হলেও মিটেছে তার। মুলত আক্ষেপ মেটানোর জন্যই অমন উল্লাস করেন বলে জানিয়েছেন।
"অনেকদিন ১০০ করতে পারছিলাম না। ৬০-৭০-৮০ রান করে আউট হচ্ছিলাম। তাই নিজের কাছেও চ্যালেঞ্জ ছিল সেটি ওভারকাম করার। আমি সেটি করতে পেরে সন্তুষ্ট। তাই এমন উল্লাস মূলত।"
তবে প্রথম দিনে করা ১৭৫ রানের সঙ্গে দ্বিতীয় দিনে মাত্র এক রান যোগ করেই সাজঘরে ফিরতে হয় মমিনুলকে। রঙ্গনা হেরাথের দুর্বোধ্য স্পিনে মেন্ডিসের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরে আসেন তিনি।