বড় সংগ্রহের প্রত্যাশায় তামিম

ছবি:

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ৩৭৪ রান। তবে এই রানকে আরও অনেক দূরে নিয়ে যেতে চান টাইগার ওপেনার তামিম ইকবাল খান।
বুধবার ম্যাচের প্রথম দিনশেষে সাংবাদিকদের বলেন, "আমার কাছে মনে হয়, আমরা এমন পজিশনে আছি, যেখান থেকে অনেক রান করা সম্ভব। আমরা এমন অবস্থানে থাকি না। আমরা খুব ভালো একটা রেটে রান করেছি।
"কালও আমাদের দারুণ শুরু করতে হবে। আমরা যদি সেটা করতে পারি, যারা ড্রেসিংরুমে আছে, তারাও যদি অবদান রাখে আমরা তাহলে বড় রান করতে পারি। আমি এটাই আশা করছি।"

এদিকে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দলের সব ব্যাটসম্যান রান পেলেও মাত্র একবল খেলেই উইকেট বিলিয়ে আসেন দলের বিশেষজ্ঞ উইকেটরক্ষক লিটন দাস। সুরাঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে ফেরত আসেন তিনি।
ফ্ল্যাট উইকেটে দারুণ সমালোচিত লিটনের এই উইকেট বিসর্জন। গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরেও ঠিক এইভাবে উইকেট বিলিয়ে দিয়েছিলেন লিটন। সাংবাদিকরা প্রশ্ন তুললেন লিটনের এই উইকেট নিয়ে। তামিমের উত্তর,
"আমারই তো মনে নাই, আপনাদের মনে থাকে কিভাবে… (আগের ইনিংসে লিটনের আউট)। আমিও এভাবে আউট হয়েছি একদুইবার। আমাদের ভুলের কারণেই এটা হয়। সে নিশ্চয় এটা নিয়ে কাজ করবে। আশা করি সে আবার সুযোগ পেলে এটা করবে না।"