promotional_ad

অতীতের দুশ্চিন্তার ভার অতীতেই রাখতে চান রিয়াদ

promotional_ad

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা। ফাইনালের আগের ম্যাচে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যাওয়ার পর ফাইনালে মাত্র ১৪২ রানে গুঁটিয়ে গিয়েছিলো মাশরাফির দল।


লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামার আগে ব্যাটিং ব্যর্থতা নিয়ে আবারো কথা বলতে হয়েছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন সবকিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার পক্ষেই তিনি। অতীতের দুশ্চিন্তা যেন অতীতেই রাখার ব্রত ঝরলো রিয়াদের কণ্ঠে। বললেন,


'আমার কাছে মনে হয় যে, ত্রিদেশীয় সিরিজে যা হয়েছে সেটা অতীত। টেস্ট ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। কন্ডিশন ভিন্ন, ম্যাচের অবস্থা ভিন্ন থাকবে... এই জিনিস গুলোর সাথে মানিয়ে নিতে হবে। আর টেস্টে প্রতি সেশনেই অনেক চ্যালেঞ্জ থাকে। ওই জিনিস গুলো মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে', বলছিলেন রিয়াদ। 




promotional_ad

ওয়ানডে সিরিজের দুঃখ ভুলে টেস্টের প্রতি পূর্ণ নজর দিতে চান বলেও জানান রিয়াদ। তাঁর ভাষায়, 'ওয়ানডে ফরম্যাটে যা হয়েছে সেটা অতীত। সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, সেটা নিয়েই সবাই ফোকাস করছি।'


সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিঃসন্দেহে ফেভারিট দল ছিলো বাংলাদেশ। কিন্তু ফরম্যাটটি যখন টেস্ট তখন টাইগাররা যে অনেকটাই পিছিয়ে আছে লঙ্কানদের থেকে তা আর বলার অপেক্ষা রাখে না।


তাই টেস্ট সিরিজে কারা ফেভারিট এই প্রশ্নের জবাবে সরাসরি কিছু বলতে চাননি মাহমুদউল্লাহ। যদিও হোম কন্ডিশনে বাংলাদেশই এগিয়ে থাকবে অনেকখানি বলে মনে করেন তিনি।  সাকিব আল হাসান না থাকলেও নিজেদের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস আছে জানিয়ে নতুন অধিনায়ক বলেন, 


'ফেভারিট কে নিশ্চিত করে বলা যায় না। ওরা ভালো ক্রিকেট খেলছে এখন। তবে আমাদের হোম কন্ডিশনে আমরা এগিয়ে থাকব, এই বিশ্বাস রাখি। সাকিব না থাকলেও আমাদের যেই টিম ব্যালেন্স আছে, সেই দিক থেকে আমি আশা রাখি আমরা ঘুরে দাঁড়াতে পারব।'



রিয়াদ কথা বলেছেন সিরিজে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন প্রসঙ্গেও। সুজনের সাথে বোঝাপড়া কিরূপ এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন দীর্ঘদিন তাঁর সাথে কাজ করার ফলে তার সাথে নিজেদের বোঝাপড়াটা বেশ ভালোই। রিয়াদ বলছিলেন, 


'সুজন ভাইয়ের সাথে আমি অনেক দিন ধরেই কাজ করছি। উনার অধীনে আমি খেলেছি, আমার ক্যারিয়ারওশুরু হয়েছিল সুজন ভাইয়ের অধীনে। সেই জায়গা থেকে আমার চিন্তা গুলো আমি শেয়ার করব।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball