promotional_ad

হেরেও চান্দিমালের বাহবা পেলেন মাশরাফিরা

promotional_ad

মিরপুরে স্বরূপে ফিরলো শ্রীলংকা। ফাইনালে জায়গা করে নিতে হলে বৃহস্পতিবার বাংলাদেশকে হারাতেই হতো দীনেশ চান্দিমালের দলকে।


এই লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে দাঁড়াতেই দেইনি লঙ্কান বোলাররা। লাকমাল-সানদাকানদের সামনে কোন টাইগার ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি


বাংলাদেশকে লজ্জাজনক ভাবে হারানোর পাশাপাশি ফাইনালে জায়গা করে নিয়েছে চান্দিমালের দল। শনিবার এই বাংলাদেশের বিপক্ষেই ত্রিদেশীয় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।


এদিকে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে চান্দিমাল নিজেই জানালেন গেমপ্ল্যান অনুযায়ী খেলেছেন বলে ম্যাচে জয় তুলে নিয়েছে তার দল। তিনি বলেন,



promotional_ad

'আমরা এটা করতেই সক্ষম। মাঠে নামার আগে আমাদের যে গেমপ্ল্যান ছিল খেলোয়াড়রা সেটাকে কাজে লাগাতে পেরেছে বলেই আমরা সহজে জয় তুলে নিতে পেরেছি।'


ম্যাচের শুরুতে টাইগাররা যখন ব্যাট করছিল তখন সাকিব আল হাসানকে রান আউটের ফাঁদে ফেলেন ধানুশকা গুনাথিলাকা। আর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাকে প্রশংসায় ভাসান চান্দিমাল।


পাশাপাশি ইনিংস জুড়ে লাকমালের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসাও করেন তিনি। তিনি আরও বলেন,'ফিল্ডিং দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসা যায়।


সুরাঙ্গা ভালো বল করেছে শুরু থেকেই। আর দুই ওপেনার খুব ভালো ব্যাটিং করেছে। এক কথায় দলীয়ভাবে ভালো খেলেই জিতেছি আমরা।'



তবে পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো খেলার জন্য বাংলাদেশকে কৃতিত্বও দেন এই লঙ্কান দলপতি। চান্দিমালের ভাষায়,'পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ ভালো খেলেছে, তাদেরকে কৃতিত্ব দিতেই হয়।


আমরা তাদেরকে শুরু থেকেই অ্যাটাক করতে চেয়েছি। গুনাথিলাকার দুর্দান্ত ক্যাচ এবং রান আউটই ম্যাচের মোড় পাল্টে দিয়েছে। তাকে কৃতিত্ব দিতেই হয়।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball