promotional_ad

সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক কে ছিলেন? এই প্রশ্ন আজ থেকে কয়েক বছর আগেও দেশের কোনও ক্রিকেট প্রেমীকে করা হলে তিনি নিঃসন্দেহে হাবিবুল বাশারের নামই বলতেন। কারণ সাবেক এই টাইগার দলপতির অধীনে বাংলাদেশ ৬৯ ম্যাচে ২৯টিতে জয়ের দেখা পেয়েছিলো।


আর এরই সাথে দেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাশারই হয়ে উঠেছিলেন সর্বোচ্চ ম্যাচ জয়ী অধিনায়ক। ছিলেন বলা হচ্ছে কারণ বাশারের সেই রেকর্ডটি ইতিমধ্যেই ভেঙ্গে গেছে বর্তমান দলপতি মাশরাফি বিন মর্তুজার কাছে।  


মঙ্গলবার (২৩শে জানুয়ারি) ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ???াশরাফির অধীনে জিম্বাবুয়েকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে বাশারকে ছাড়িয়ে সবথেকে সফলতম অধিনায়ক হিসেবে শীর্ষে উঠে এসেছেন নড়াইল এক্সপ্রেস। 


এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে মোট ৫৩টি ম্যাচে ৩০টিতে জয়ের দেখা পেয়েছেন মাশরাফি। দেশের ক্রিকেটে সর্বকালের সেরা দুই কাপ্তান মাশরাফি এবং বাশারের পরের স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 



promotional_ad

অধিনায়ক থাকাকালীন সময়ে ৫০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ২৩টিতে জয় পেয়েছিলেন সাকিব। সাকিবের পরে ১১টি জয় নিয়ে তালিকার চতুর্থতে অবস্থান মুশফিকুর রহিমের। ৩৭ ম্যাচে টাইগারদের অধিনায়কত্ব করেছিলেন তিনি। ৩৮ ম্যাচে ৮ টি জয় নিয়ে মুশির পর চতুর্থতে অবস্থান মোহাম্মদ আশরাফুলের। 


অধিনায়ক হিসেবে শীর্ষ পাঁচ- 


১। মাশরাফি বিন মর্তুজা- ৫৩ ম্যাচে ৩০ জয়


২। হাবিবুল বাশার সুমন- ৬৯ ম্যাচে ২৯ জয় 



৩।  সাকিব আল হাসান- ৫০ ম্যাচে ২৩ জয়


৪। মুশফিকুর রহিম- ৩৭ ম্যাচে ১১ জয়


৫। মোহাম্মদ আশরাফুল- ৩৮ ম্যাচে ৮ জয় 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball