promotional_ad

দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছেন না সুজন

promotional_ad

চলতি ত্রিদেশীয় সিরিজে প্রথম দল হিসেবে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ দল। গত শুক্রবার লঙ্কানদের ১৬৩ রানের ব্যবধানে হারিয়ে বোনাস পয়েন্ট অর্জন করে ফাইনাল নিশ্চিত হয় টাইগারদের। এই সিরিজের বাকি দুই দলেরই ফাইনালে যাওয়ার সম্ভাবনা সমান।




লঙ্কানদের বিপক্ষে প্রথম সাক্ষাতে ১২ রানের জয়ে অনেকটাই এগিয়ে ছিল জিম্বাবুয়ে। তবে, রোববার দ্বিতীয় সাক্ষাতে চান্দিমালদের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় সমান করে ফেলেছে জিম্বাবুয়ে। দুই দলেরই তিন ম্যাচে ১ জয়।




এদিকে, আগামী ২৩ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। আর ২৫ জানুয়ারি লঙ্কানদের মোকাবেলা করবে টাইগাররা। ফাইনাল যেহেতু নিশ্চিত, বাকি দুই ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন টাইগারদের টেকনিক্যাল ???িরেক্টর খালেদ মাহমুদ সুজন।


 



promotional_ad

তবে, সুযোগ থাকলেও এমন কিছু করতে নারাজ তিনি। দলে পরীক্ষা নিরীক্ষার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন সুজন,  'না না, অমন কিছু করার প্রশ্নই আসে না। আমরা তেমন কিছু ভাবছি না। আর ভাবার কোনো কারন আছে বলেও মনে করি না।'




দল জয়ের মধ্যে আছে। এই মোমেন্টামটা নষ্ট করতে চান না তিনি। ছন্দপতনের সম্ভাবনা থাকলেও টাইগারদের লক্ষ্য সব ম্যাচ জেতা বলে জানিয়েছেন সুজন, 'আমরা জয়ের পথে আছি। জয়ের পথেই থাকতে চাই। তাই দলে পরিবর্তন এনে অযথা ঝুঁকি নিতে চাই না।'




তিনি আরও বলেন, 'এটা সত্য , লাইন আপে রদবদল না করে; মানে আগের দুই ম্যাচের টিম কম্বিনেশন ও দল নিয়ে মাঠে নেমেও হারতে পারি। আসলে বলে কয়ে জেতা যায় না। দলে পরিবর্তন ঘটালেই হারবো আর আগের দল নিয়ে খেললেই জিতবো। ব্যাপারটা তেমনও নয়। তবে আমরা চাইনা দলে পরিবর্তন আনতে। আসলে একটি ম্যাচও হারতে চাইনা। হারলেই ছন্দপতন ঘটার সম্ভাবনা থাকে। তাই লক্ষ্য সব ম্যাচ জেতা।'





তবে ম্যাচের আগে কন্ডিশন আর উইকেট দেখে লাইনআপে পরিবর্তন আনার প্রয়োজন মনে হলে করবেন জানিয়েছেন সুজন। সিরিজের বাকি দুই ম্যাচে কাউকে বিশ্রাম দেয়ার কথাও ভাবছেন না তিনি, 'কাউকে বিশ্রাম দেয়ার প্রশ্নই উঠে না। তবে হ্যাঁ, পরশু মাঠে নামার আগে জিম্বাবুয়ের লাইন আপ, উইকেট আর আবহাওয়া সব মাথায় রেখে তারপর দল সাজাবো। সেখানে যেমন কম্বিনেশন লাগসই হবে, সেটাই খেলবে।'




সূত্রঃ জাগোনিউজ২৪.কম




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball