promotional_ad

শেষ বিকেলে ছন্দ পতন প্রোটিয়াদের

promotional_ad

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে চরম ব্যাটিং বিপর্যয়ে ৭২ রানের ব্যবধানে হারে ভারত। অবশ্য সেঞ্চুরিয়ানে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো শুরু পেলেও শেষ বেলায় উইকেট হারিয়ে বিপাকে প্রোটিয়ারা। ৬ উইকেটে ২৬৯ রান নিয়ে দিন শেষ করেছে ফাফ ডু প্লেসিসের দল।




এদিকে, ৩ উইকেটে ২৪৬ রান তুলে ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ডিন এলগার ও এইডেন মার্করামের ব্যাটে দেখেশুনে শুরু করে দক্ষিণ আফ্রিকা। লাঞ্চের আগে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। লাঞ্চের পর এলগারকে ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরান রবিচন্দ্রন অশ্বিন।




এর ফলে, মার্করামের সঙ্গে ৮৫ রানের জুটি ভাঙ্গে এলগারের। তারপর এই তরুণ অভিজ্ঞ হাশিম আমলাকে নিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়ান। তবে পঞ্চম টেস্ট খেলতে নামা মারকরামকে আক্ষেপে পুড়েই দিন শেষ করতে হয়েছে। এই প্রোটিয়া তরুণ ৯৪ রানে আউট হয়ে বঞ্চিত হয়েছেন সেঞ্চুরি পাওয়া থেকে।




নিজের অভিষেক টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৯৭ রানে আউট হয়েছিলেন মার্করাম। যদিও, এরপর টানা দুই টেস্টে সেঞ্চুরির স্বাদ তুলে নিয়ে নিজের আক্ষেপ ঘুচিয়েছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। এক টেস্ট পর আরেকটি সেঞ্চুরির খুব কাছে গিয়েও অভিষেক টেস্টের মতোই বঞ্চিত হতে হলো তাকে।





promotional_ad

দ্বিতীয় উইকেট জুটিতে, আমলা-মার্করামের জুটি থেকে এসেছে ৬৩ রান। মার্করাম অশ্বিনের শিকার হয়ে ফিরে গেলে, তৃতীয় উইকেটে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন আমলা। ইশান্ত শর্মার বলে ডি ভিলিয়ার্স ২০ রানে ফেরার পর অধিনায়ক ফাফ ডু প্লেসিযকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন আমলা।




প্রোটিয়া তারকা হাসিম আমলা ৮২ রানে হার্ডিক পান্ডের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন। তবে এদিন সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন আমলা। পিছনে ফেলেছেন সাবেক সতীর্থ্য জ্যাক ক্যালিসকে।




আমলার আউটের পরই ছন্দ হারায় দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ২৪৬ রান থেকে মুহূর্তেই ৬ উইকেটে ২৫১ রানে পরিণত হয় প্রোটিয়াদের ইনিংস। অধিনায়ক ডু প্লেসিস ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তবে কুইন্টন ডি কক অশ্বিনের বলে ফিরেছেন কোনো রান না করেই। দেশের মাটিতে এই প্রথম কোনো রান না করেই আউট হয়েছেন এই প্রোটিয়া উইকেটরক্ষক।




এরপর ভারলন ফিল্যান্ডারও কোনো রান না করেই রানআউটের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত ডু প্লেসিসের সঙ্গে ১০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন কেশব মহারাজ। রবিচন্দ্রন অশ্বিন ৩টি উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার। তাছাড়া, ইশান্ত শর্মা ১টি উইকেট নিয়েছেন।





সংক্ষিপ্ত স্কোর :




প্রথম দিন শেষে




দক্ষিণ আফ্রিকা : ৯০ ওভারে ২৬৯/৬ (এলগার ৩১, মারকরাম ৯৪, আমলা ৮২, ডি ভিলিয়ার্স ২০, ডু প্লেসি ২৪*, ডি


কক ০, ফিল্যান্ডার ০, মহারাজ ১০*; বুমরাহ ০/৫৭, শামি ০/৪৬, ইশান্ত ১/৩২, পান্ডিয়া ০/৩৭, অশ্বিন ৩/৯০)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball