promotional_ad

ফ্রাঞ্চাইজি লীগ শুরু করছে আফগানিস্তান

promotional_ad

দেশে দেশে বেড়েই চলেছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগের জমজমাট আসর। এমনকি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানও শুরু করতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)! টুর্নামেন্টের মেমেরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর হয়ে গেছে ইতিমধ্যে।




এমনকি আসর শুরু কবে হবে সেটাও ঠিক করে রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জানা গেছে, এই বছরের অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট এই লিগটি। তবে যুদ্ধবিধ্বস্ত আফগানে নয়, আরব আমিরাতে হবে এই লীগ।




এসিবির প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, "মোট ৫টি দল খেলবে এপিএলে। মোট ম্যাচ হবে ২৩টি। লিগটি অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। তবে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি কোন কোন শহরে এপিলের ম্যাচগুলো আয়োজন করা হবে। 



promotional_ad



"ইতিমধ্যেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি পেয়ে গেছি। এ জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসরে ৪০ জনের মতো বিদেশি থাকতে পারেন।" 




সব ঠিক থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল), অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগ (বিবিএল), পাকিস্তানি সুপার লীগ (পিএসএল), ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) ভিড়ে এবার নতুন আগমন হবে এপিএলের।   



তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ (এসএলপিএল) চালু করলেও ধারাবাহিকতা রাখতে পারেনি। এছাড়া দক্ষিণ আফ্রিকায় গেলো বছরে এই ধরণের একটি লীগ চালু করার কথা থাকলেও আলোর মুখ দেখেনি তা।





এপিএল ঝরে পড়বে না তো? "এপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে অনেক বড় পরিসরে। সেটা আর্থিক এবং প্রচারণার দিক থেকেই। আমার মূল উদ্দেশ্য হলো, এপিএলকে বিশ্বের সেরা সেরা লিগগুলোর সেরা তিনটির মধ্যে নিয়ে আসা।"




ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball