promotional_ad

'চতুর্থ বোলার' হতে আপত্তি নেই রাবাদার

promotional_ad

গত সোমবারে কেপটাউন টেস্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ের পেছনে বড় অবদান ছিল প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার।




ম্যাচের দুই ইনিংস মিলে ৫ উইকেট নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বড় একটি মাইলফলক স্পর্শ করেছিলেন রাবাদা। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে টপকে টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি। 




এজন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছেন, "বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হওয়াটা বিশেষ কিছু। সতীর্থদের সমর্থনে আমি কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে বছরটি শুরু হলো দারুণভাবে। আশা করি, এমন ম্যাচ জেতানো পারফরম্যান্স ধরে রাখতে পারব।"



promotional_ad



তবে দলের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিচ্ছেন রাবাদা। গত বছর ডেল স্টেইন এবং মর্নে মরকেল ইনজুরিতে পরায় আফ্রিকার পেস আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি। তবে এই বছর ফিরেছেন স্টেইন এবং মরকেল।




আর তাই অধিনায়ক ফাফ ডু প্লেসিস চার নম্বর বোলার হিসেবে দলে খেলাচ্ছেন রাবাদাকে। এটা নিয়েও আনন্দিত রাবাদা। দলের প্রতি অবদান রাখতে পেরেই ভীষণ আনন্দিত তিনি। মিডিয়াকে জানিয়েছেন,





"দল যেখানে চায় আমি সেখানেই বল করব, তবে নতুন বলে শুরু করতে পারলে অবশ্যই ভাল লাগবে। দুজন খুব ভালো বোলার আমাদের হয়ে বোলিংয়ের শুরু করছেন, যা অনেক কঠিন। নিজের সব আকাঙ্খা দূরে সরিয়ে দল যা চায় তা করতে প্রস্তুত আমি।"   




ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball