promotional_ad

সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন স্টোকস

promotional_ad

অবশেষে সুসময় ফিরতে শুরু করেছে ইংলিশ অল রাউন্ডার বেন স্টোকসের ক্রিকেটীয় জীবনে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ার পর ইংল্যান্ডের টেস্ট দলেও ফিরলেন স্টোকস।




আগামী মার্চ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। আর সেখানেই ফিরছেন স্টোকস। সুসংবাদ আছে আরও!




ইনজুরি কাটিয়ে ওঠার পরে ২৮ বছর বয়সী ফাস্ট বোলার মার্ক উডও ফিরছেন দলে। এছাড়াও প্রথমবারের মতো ইংল্যান্ডের সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন।  





promotional_ad

লিভিংস্টোনের অন্তর্ভুক্তির ব্যাপারে ইংল্যান্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান জেমস হুইটেকার জানিয়েছেন, "লিয়াম এমন একজন খেলোয়াড়, যার বিষয়ে আমরা খুবই মুগ্ধ। কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারের হয়ে এবং গত কয়েক বছর ধরে ইংল্যান্ড লায়নের হয়ে সে অসাধারণ পারফরম্যান্স করেছে।"




এদিকে এই তিন জন ক্রিকেটারকে দলে জায়গা করে দিতে সদ্য সমাপ্ত অ্যাশেজের স্কোয়াডের থেকে বাদ পরেছেন ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স, ফাস্ট বোলার জেক বল ও অল রাউন্ডার টম কুরান। 




উল্লেখ্য, ২৬ বছর বয়সী অলরাউন্ডার স্টোকস গত বছরের সেপ্টেম্বরে ব্রিস্টলের ক্লিফটনে এক নাইটক্লাবের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেন। আর এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। 





নিউজিল্যান্ড সফরের জন্য ইংল্যান্ড স্কোয়াড : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারেস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, মেসন ক্রেন, বেন ফোকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।




ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball