promotional_ad

ক্রিকেট জুয়া বন্ধে বিসিবির অভিনব পন্থা

promotional_ad

ম্যাচ চলার সময় কীভাবে ছড়িয়ে পড়ে ক্রিকেট জুয়া (বেটিং), সর্বশেষ বিপিএলের আসরেই তা দেখা গেছে। সদ্য সমাপ্ত বিপিএল চলাকালীন মাঠ থেকেই দেশী-বিদেশী ৭২ জুয়াড়িকে আটক করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু)।


তবে, জুয়ার জন্য নির্দিষ্ট কোনো আইন না থাকায় তাদের আইনের আওতায় এনে সুনির্দিষ্ট কোনো শাস্তি দেয়া সম্ভব হয়নি। তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে হয়েছে। তবে, বিষয়টি বেশ গুরুত্বসহকারে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিপিএলের পাশাপাশি আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্টগুলোতে দেশব্যাপী জুয়া ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় চিন্তার ভাঁজ পড়েছে বিসিবি কর্তাদের কপালে। তারপরই, ক্রিকেট নিয়ে জুয়া প্রতিরোধে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 



promotional_ad

আসন্ন ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে জুয়াড়িদের আইনের আওতায় আনার ব্যবস্থা চূড়ান্ত করেছে বিসিবি। আন্তমন্ত্রনালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন এই দুই সিরিজেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভেন্যুতে মোবাইল কোর্ট বসিয়ে জুয়াড়িদের জেল কিংবা জরিমানা করা হবে।


রবিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন। বাংলাদেশ পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বয় সভা শেষ করেছে বিসিবি।


এই প্রসঙ্গে সুজন বলেন, "সিরিজ নিয়ে আমরা ইতোমধ্যেই কিছু বাড়তি ব্যবস্থা নিয়েছি। প্রশাসনিক বিষয়গুলো সম্পন্ন করা হয়েছে। একটি আন্তমন্ত্রনালয় সভা হয়ে গেছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর জন্য যারা দায়িত্বে থাকেন, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ইতোমধ্যেই তারা সমন্বয় সভাগুলো করে নিয়েছে। প্রতিটি ভেন্যুতে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা প্রতিটি ভেন্যুতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার মোতায়েন করবে।"



এদিকে, তাৎক্ষণিক ভাবে মোবাইল কোর্ট বসানোরও একটি পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিষয়ে দিক নির্দেশনাও দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবি সিইও। পুলিশ প্রশাসন এই ব্যাপারে সহযোগিতা করবে বলেও আশ্বাস মিলেছে।


নিজাম উদ্দিন সুজনের ভাষ্যমতে,  "তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসানোর একটি পরিকল্পনাও সরকারের রয়েছে এবং সে ব্যাপারে একটি নির্দেশনাও ইতোমধ্যে দেয়া হয়েছে। ডিএমপির সাথে আমাদের সভাশেষে কমিশনার তার সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে এই কার্যক্রমে সহযোগিতা করতে নির্দেশনা প্রদান করেছেন।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball