promotional_ad

ঘরের মাঠ বলেই হুঙ্কার দিচ্ছেন সাকিব

promotional_ad

আসন্ন ত্রিদেশীয় সিরিজে নিজেদের বেশ ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর মতে এই সিরিজে ফেভারিট দলের দিক থেকে অনেকটাই এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।


তবে এরপরেও বাকি দুই দল শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েরও সুযোগ আছে ভালো করার বলে অভিমত ব্যক্ত করেছেন সাকিব।  বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে ত্রিদেশীয় সিরিজ নিয়ে আলাপকালে সাকিব বলেছেন, 


'আমরা তো মনে করি আমাদের খুব ভালো সম্ভবনাই আছে। কিন্তু দুইটা দলই ভালো। কেউই খারাপ না। আর যেহেতু দুইটা দলই আমাদের খেলোয়াড় এবং কন্ডিশন সম্পর্কে ভালো জানে তাই আমার মনে কঠিন প্রতিদ্বন্দ্বিতাই হবে। তবে যেহেতু আমরা অনেক ভালো একটা দলে পরিণত এখন তাই আমাদের ভালো করার সম্ভবনাই অনেক বেশি।'


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব। আর তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়কত্ব নিয়ে খুব একটা চিন্তা করেন না সাকিব বলেই জানালেন টাইগার অলরাউন্ডার। তাঁর ভাষ্যমতে,  



promotional_ad

'আসলে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করে বলে মনে হয় না। আমাদের সবারই আলাদা আলাদা রোল আছে। আর সবাই সবার রোল সম্পর্কে খুবই ভালোভাবে অবগত। ওই রোল গুলোই সবাই প্লে করার চেষ্টা করবে।'


নিজেদের ভূমিকা সম্পর্কে সকলেই অবগত আছে জানিয়ে সাকিব জানান,  'নিজেদের রোল ঠিকভাবে করতে পারলে অবশ্যই আমরা সাফল্য পাবো। যেহেতু আমরা অধিনায়ক সহঅধিনায়ক তাই স্বাভাবিকভাবেই আমাদের উপর একটি বেশি দায়িত্ব থাকেই। এবং ওইগুলোও আমরা করতে প্রস্তুত।'


ত্রিদেশীয় সিরিজে পিচ এবং কন্ডিশন হবে এই নিয়ে প্রশ্ন করা হলে সাকিব জানান এসব নিয়ে খুব একটা চিন্তা করতে নারাজ তিনি। তাঁর কাছে সবথেকে বেশি প্রাধান্য পাচ্ছে ভালো খেলাটাই। আর তাই বললেন,  


'আসলে এখন বলা মুশফিল। পিচ কেমন হবে, আবহাওয়া কেমন থাকবে এসব আসলে চিন্তা বিষয় হওয়া উচিৎ না। যেটা হবে দুই দলের জন্য একই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভালো খেলতে হবে। ভালো খেললে প্রতিপক্ষ যেই থাক, কিংবা যে সুবিধাই পাক আসলে আমাদের সঙ্গে পারাটা কষ্ট হবে। আমাদের ফোকাস থাকবে যেন আমরা দল হিসেবে ভালো করতে পারি।'



দল নির্বাচন প্রসঙ্গেও এদিন কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের জায়গা নিয়ে প্রতি মুহূর্তেই আলোচনা হয়ে থাকে বলে জানান তিনি। সাকিবের ভাষায়, 


'এইগুলো সবসময়ই আলোচনার মধ্যেই থাকে। দল নির্বাচনের আগ পর্যন্ত এই আলোচনা প্রতিদিনই হতে থাকে। একটা দুইটা জায়গা নিয়ে সবসময়ই আলোচনা হতে থাকে। দল নির্বাচনের আগ পর্যন্ত এটা চলতেই থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball