promotional_ad

ডি কক ও ঋদ্ধিমানকে ছাড়িয়ে মুশফিকই বর্ষসেরা

promotional_ad

২০১৭ সালটি বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্য ছিলো অনেকটাই সাফল্য মন্ডিত। নানা কারণে সমালোচিত হলেও এই বছর ৮ ম্যাচে ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেছিলেন তিনি। যেখানে ২টি সেঞ্চুরি ছিলো তাঁর। 


ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার পাশাপাশি ১২টি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিংও করেছেন এই টাইগার উইকেট রক্ষক।  আর দুর্দান্ত এই পারফর্ম করার ফলে মুশফিক এবার জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের প্রকাশিত সেরা একাদশে।


গত বছর মুশফিকের অধীনেই শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে জয়ের দেখা পেয়েছিলো বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের মাটিতে টেস্টে প্রথমবারের মতো পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানোর গৌরবও অর্জন করেছিলো টাইগাররা এই মুশফিকের নেতৃত্বেই।   


                                                    



promotional_ad

সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান হওয়ার দৌড়ে মুশফিকের সাথে প্রতিযোগিতায় ছিলেন ভারতের ঋদ্ধিমান সাহা ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তবে উইকেটের পেছনে দারুণ নির্ভরতা প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার দরুণ মুশফিককেই বেঁছে নিয়েছে ফক্স।


২০১৭ সালে ১১ ম্যাচে ৪২.৩০ গড়ে ৪২৩ রান সংগ্রহ করেছেন ঋদ্ধিমান সাহা। অপরদিকে ১২ ম্যাচে ৩৬.৪১ গড়ে ৬১৯ রান করেছিলেন প্রোটিয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান ডি কক। এই দুই ব্যাটসম্যানের থেকে অনেকটা এগিয়ে আছেন টাইগার মুশফিক।  


এদিকে মুশফিক ছাড়াও ঘোষিত সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার। অপরদিকে ইংল্যান্ডের থেকে এই দলে জায়গা হয়েছে মাত্র একজনের। 


একাদশে দুই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার ডিন এলগার এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এরপর তিন নম্বরে আছেন ভারতের চেতেশ্বর পূজারা। দলটির অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে অজি দলপতি স্টিভ স্মিথকে যিনি আছেন চার নম্বরে।



এরপর যথাক্রমে আছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি, টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম, স্পিনার রবীন্দ্র জাদেজা এবং নাথান লায়ন। এছাড়া আরো আছেন পেস তারকা মরনে মরকেল, কাগিসো রাবাদা এবং জেমস অ্যান্ডারসন।  


ফক্স স্পোর্টসের সেরা একাদশ- 


ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পুজারা (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি(ভারত), মুশফিকুর রহিম (বাংলাদেশ) (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভারত), নাথান লায়ন(অস্ট্রেলিয়া), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball