promotional_ad

অস্ট্রেলিয়ার গড়া সেরা একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ানদের

promotional_ad

২০১৭ সালের একদিনের ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একটি একাদশ গঠন করে। রবিবার সি এর ওয়েবসাইটে এই একাদশটি প্রকাশ করা হয়। একাদশটিতে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার রয়েছে ভারত ও ইংল্যান্ডের।


দুই দলেরই তিনজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার গড়া এই দলে। এছাড়া দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের পাশাপাশি নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের একজন করে খেলোয়াড় রয়েছে একাদশে।


তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের গড়া এই ওয়ানডে দলে জায়গা হয়নি কোন অজি ক্রিকেটারের। সি এর গড়া এই দলে ওপেনার হিসেবে আছেন ভারতের ওপেনার রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি-কক।


২১ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ১২৯৩ রান করা রোহিত ২০১৭ সালে টপ অর্ডার ব্যাটিংয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন। অসাধারণ পারফরম্যান্সে রোহিত এবছর ওডিআইতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও বটে।



promotional_ad

তাই তাকে ছাড়া এ বছরের ওয়ানডে দল বিবেচনা করা যায়না। তবে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী ডি-কক হওয়াতে বিষয়টা কিছুটা চমকপ্রদ। ১১শ এর উপরে রান সংগ্রহ করেও এই দলে জায়গা হয়নি লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গার। তবে মাত্র ১৯ ম্যাচেই ৯৫৬ রান করেই সিএ'র গড়া সেরা একাদশে জায়গা করে নেন আফ্রিকান বাঁহাতি ব্যাটসম্যান ডি কক। 


তিনে আছেন যথারীতি এবছর ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ভিরাট কোহলি। ২৬ ওয়ানডেতে ১৪৬০ রান করা কোহলি যে একাদশে জায়গা করে নিবেন তা অনুমেয়।


চারে আছেন ১৯ ওয়ানডে খেলে ৯৮৩ রান করা ইংলিশম্যান জো রুট। পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এবছর ১৯ ওয়ানডে খেলে ১১৭ স্ট্রাইক রেটে ৭৭৩ রান সংগ্রহ করেন এই ডানহাতি আফ্রিকান।


দলটিতে রয়েছে দুইজন অলরাউন্ডার। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের পাশাপাশি ২০১৭ সালের অস্ট্রেলিয়ানদের গড়া সেরা একাদশটিতে জায়গা করে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্ধিক পান্ডিয়া। স্টোকস ১৪ ম্যাচে ৬১৬ রানের পাশাপাশি ১৪ উইকেট শিকার করেন।



অন্যদিকে পান্ডিয়া ২৮ ম্যাচ খেলে ৫৫৭ রানের পাশাপাশি ৩১ উইকেট তুলে নিয়ে এ বছরের সেরাদের একজন হিসেবে নিজেকে প্রমান করেন। এমনকি ভারতের তরুণের ১২০ স্ট্রাইক রেটটাও খুব ঈর্ষনীয়।


আর তিনজন পেসারের মধ্যে ট্রেন্ট বোল্ট, লিয়াম প্ল্যাঙ্কেট ও হাসান আলীর পাশাপাশি একজন স্পিনার হিসেবে রশিদ খানও দলটিতে জায়গা করে নিয়েছেন। এবছর ১৮ ম্যাচে সর্বোচ্চ ৪৫ উইকেট নিয়ে সবার উপরে আছেন পাকিস্তানি বোলার হাসান আলী।


এই পারফরম্যান্সের সুবাদেই সি এরদলটিতে জায়গা করে নেন এই বোলার। ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ও ১৬ ম্যাচে ৩১ উইকেট নিয়ে ট্রেন্ট বোল্টের জায়গা হয়েছে দলে। তবে এবছর ২৩ ম্যাচে ৩৯ উইকেট শিকার করেও দলটিতে জায়গা হয়নি ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর। অপরদিকে এ বছর ১৬ ম্যাচে ৪৩ উইকেট শিকার করে ২০১৭ সালটাকে নিজের অন্যতম সেরা বছর হিসেবে প্রমাণ করেছেন লেগ স্পিনার রশিদ খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball