promotional_ad

ব্যাটিং ও হেড কোচের পর টাইগারদের মনোবিদকেও দলে নিল শ্রীলঙ্কা

promotional_ad

বাংলাদেশ দলের সঙ্গে তিন বছরেরও বেশী সময় কাজ করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। হাথুরুর মত আরেক শ্রীলংকান থিলান সামারাবিরাও ব্যাটিং কোচ হিসেবে ছিলেন দীর্ঘ দিন।


কিন্তু দুজনই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন মাসখানেক আগে। বর্তমানে শ্রীলংকা দলের হেড কোচ হিসেবে দায়িত্বরত আছেন হাথুরুসিংহে। আর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা থিলান সামারাবিরাও এখন ওই দলে।


এই দুজনের পর এবার শ্রীলংকার ক্রিকেট দলের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান মনোবিদ ডক্টর ফিল জানসি । যিনি ২০১৪ সালের জুন থেকে তামিম-সাকিবদের মানসিক অবস্থা ঠিক রাখার কাজে নিয়োজিত ছিলেন। 


হাথুরুসিংহের মত জেনসিও তিন বছর কাজ করেছেন টাইগার খেলোয়াড়দের সঙ্গে। জাতীয় দলের সব ক্রিকেটারের মানসিক অবস্থা এবং চিন্তাধারা সম্পর্কে জানা আছে তার। 



promotional_ad

আর বাংলাদেশ সফরে আসার আগে এই শ্রীলংকা দলের সঙ্গেই কাজ করতে যাচ্ছেন তিনি। কলম্বোতে হাথুরুসিংহের লঙ্কান দলের ক্যাম্পেই কাজ করার কথা রয়েছে তার।


এই প্রসঙ্গে একটি অনলাইন সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'মঙ্গলবার আমি কলম্বো যাচ্ছি। খেলোয়াড়দের সাথে আমার সামনের দুই সপ্তাহ খুব ব্যস্ত কাটবে।'


ইতিমধ্যে ডক্টর জানসে ৪০টি প্রশ্নের একটি শিট তৈরি করে পাঠিয়েছেন শ্রীলঙ্কা দলের কাছে। এরপর তিনি চান্দিমাল-থারাঙ্গাদের সাথে বসবেন এবং কথা বলবেন কিভাবে সব কিছু নিয়ন্ত্রণে রাখা যায়।


তিনি আরো বলেন, 'আমি মোটিভেশনে কিংবা লেকচার দেওয়ায় অথবা ইতিবাচক চিন্তা নিয়ে মোটিভেট করতে বিশ্বাসী না। ইতিবাচক চিন্তা তো চোখে দেখা যায় না। আমার কাজ হলো খেলোয়াড়দের লক্ষ্য পূরণে এবং পারফর্ম করতে সহায়তা করা। সেটা তাদের বুঝতে হবে।'



ছবি- সংগৃহীত 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball