promotional_ad

দল থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন সাকিব!

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণভোমরাই বলা যায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কখনও বল হাতে আবার কখনও ব্যাট হাতে দলকে যে তিনি কত ম্যাচে জয় এনে দিয়েছেন তার ইয়ত্তা নেই। আর তাই সাকিবকে বাদ দিয়ে দল গঠন করার কথা ভাবতেও পারেন না নির্বাচকেরা।


তবে অবাক করা বিষয় হলো এই সাকিবকেই একটা সময় বাদ দেয়ার হুমকি দিয়েছিলো টাইগার টিম ম্যানেজমেন্ট! জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্যই।  


২০১৭ সালে বাংলাদেশের ক্রিকেটের আদ্যোপান্ত নিয়ে প্রকাশ করা এই প্রতিবেদনে লেখা হয়েছে গত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে টানা বাজে পারফর্মেন্সের কারণে সাকিবকে দলের বাইরে রাখার হুমকি দেয়া হয়েছিলো।  



promotional_ad

অবশ্য টাইগারদের টিম ম্যানেজমেন্টের এই হুমকি অমূলক নয় তা বলতেই হবে। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টানা তিন সিরিজে আসলেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন সাকিব।


মিনি বিশ্বকাপের আসরে নামার আগে টাইগার অলরাউন্ডারের শেষ ১০টি ইনিংসের তিনটিতে অর্ধশতকের দেখা পেলেও বাকি ৭টি ইনিংসে তিনি রান করেছিলেন যথাক্রমে ৭, ১৮, ১৪, ৬, ১৯, ১০ এবং ২৯।


খুব বেশি খারাপ পারফর্মেন্স অবশ্য বলা যাবে না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক আসরের দলে জায়গা পেতে এই পারফর্মেন্স আহামরি নয় অবশ্যই। তবে নির্বাচকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করতে খুব বেশি দেরি করেননি সাকিব।   



নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১১৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে সকলকে জানান দিয়েছেন এখনও শেষ হয়ে যাননি তিনি। সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে তাঁর ২২৪ রানের অসাধারণ জুটিটিই টাইগারদের অবিস্মরণীয় জয় এনে দিয়েছিলো।  


সুতরাং বাংলাদেশের ক্রিকেটে সাকিবের বিকল্প এখনও যে তৈরি হয়নি সেটি যেকোনো ক্রিকেট বোদ্ধাই মানতে বাধ্য। কঠিন সময়ে ব্যাট কিংবা বল হাতে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা এখন পর্যন্ত সাকিবের মতো আর কারো হয়ে ওঠে নি তা হলফ করেই বলা যায়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball