promotional_ad

পছন্দের ফরম্যাটে কিউদের সাথে লড়বে ক্যারিবিয়ানরা

promotional_ad

শুক্রবার সকাল (২৯শে ডিসেম্বর) আটটায় নিউজিল্যান্ডের নেলসনে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে সবমিলিয়ে ৫ ম্যাচ খেলা হলেও একটি ম্যাচেও জয় পায়নি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।


টেস্ট ও ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর এখন নিউজিল্যান্ড সফরে হারের বৃত্ত থেকে বের হওয়ার মিশনে মাঠে নামবে সফরকারীরা। অপরদিকে টেস্ট ও ওয়ানডের পাশাপাশি টি-টুয়েন্টিতেও ঘরের মাঠে নিজেদের দাপট বজায় রাখতে খেলবে কিউইরা। 


তবে ইনজুরির কারণে সফরকারীরা টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দলে পাচ্ছেনা মারলন স্যামুয়েলস, এভিন লুইস ও ডোয়াইন ব্রাভোর মত টু-টুয়েন্টি বিশেষজ্ঞদের। এছাড়াও ব্যক্তিগত কারণে দলের বাইরে থাকায় খেলা হচ্ছেনা সুনীল নারাইন ও কাইরন পোলার্ডেরও। তবে দলে আছেন বর্তমান সময়ের সেরা টি-টুয়েন্টি ক্রিকেটার ক্রিস গেইল।


এমনকি স্যামুয়েল বদ্রি, চ্যাডউইক ওয়াল্টন, কেসরিক উইলিয়ামস ও রন্সফোর্ড বিটনদের মত টি-টুয়েন্টি খ্যাত ক্রিকেটাররা আছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। এছাড়া ক্যারিবিয়ানদের নেতৃত্বভার থাকছে ছোট সংস্করণের নিয়মিত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের কাঁধে।   



promotional_ad

এদিকে, ব্ল্যাক ক্যাপ্সরা এই ম্যাচে পাচ্ছে না দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। কিউইদের নেতৃত্বভার থাকছে অভিজ্ঞ পেসার টিম সাউদির কাঁধে। এছাড়াও স্বাগতিকদের দলে নেই পেসার ট্রেন্ট বোল্ট ও মারকুটে ওপেনার কলিন মুনরোও। 


এদিকে একদিক থেকে স্বস্তিতে থাকতেই পারে ক্যারিবিয়ানরা। কেননা ক্রিকেটে নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট টি-টুয়েন্টিতে সর্বশেষ ৫ ম্যাচেই জয়ের দেখা পেয়েছিলো তারা। অপরদিকে কিউইরা ক্রিকেটের এই ফরম্যাটে সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতেই পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।  


ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ক্রিস গেইল, চ্যাডউইক ওয়ালটন, কাইরন পোলার্ড, শাই হোপ, রোভম্যান পাওয়েল, জেসন মোহাম্মদ, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, স্যামুয়েল বদ্রি, অ্যাশলি নার্স, রায়াদ এম্রিট, কেসরিক উইলিয়ামস, রন্সফোর্ড বিটন, জেরোম টেলর।


নিউজিল্যান্ড স্কোয়াডঃ মার্টিন গাপটিল, টম ব্রুস, গ্লেন ফিলিপস (উইকেট কিপার), রস টেইলর, অানারু কিচেন, ম্যাট হেনরি, ডগ ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), লকি ফার্গুসন, ইশ সোদি, সেথ রেন্স। 





ছবিঃ সংগৃহীত 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball