promotional_ad

২০১৭: সাকিবময় একটি বছর

promotional_ad

চলতি বছরের শুরুতে সাদা পোষাকে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বছর শুরু করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ২১৭ রানের ইনিংস খেলা এই সাকিবই বছর শেষ করেছেন টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে। 


বলতে গেলে ২০১৭ সালটি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের মাটিতে বছরের শুরুতে তিন ফরম্যাটেই হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। টাইগাদের ব্যর্থতার সেই সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। 


ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৭ রানের চোখ ধাঁধানো ইনিংস। যা টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। সেই সিরিজের পর শ্রীলংকার মাটিতে দলীয় ভাবে সফল ছিল টাইগাররা।


টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে সামর্থ্যের প্রমান দিয়েছিল বাংলাদেশ দল। যার ফলে তিন ফরম্যাটেই ১-১ ব্যবধানে সিরিজ শেষ করে টাইগাররা। সেই সিরিজেও কলম্বোয় বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব।



promotional_ad

চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ইনিংসে সেঞ্চুরি ও ম্যাচে ৬ উইকেট তুলে নেন। এছাড়াও সেই সিরিজে মাশরাফী টি-টুয়েন্টি থেকে অবসর নেয়ার পর টি-টুয়েন্টির অধিনায়কত্ব তুলে দেয়া হয় তার কাঁধে।


এরপর একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়কও ছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।


প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ ও দুই ইনিংসেই ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি অলরাউন্ডার। সাদা পোষাকের পর রঙিন জার্সিতেও নিজের সামর্থ্যের প্রমান দেন সাকিব।


প্রথম বারের মত বৈশ্বিক কোন আসরে সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে মাশরাফী বাহিনী। বাচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে নতুন ইতিহাস লিখেন সাকিব।



২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে লাল-সবুজের বাংলাদেশ দল যখন বিপাকে তখন রি??াদের সঙ্গে ২২৪ রানের অবিস্মরণীয় জুটিতে দলকে অভাবনীয়ভাবে জয়ের বন্দরে নিয়ে যান সাকিব।


সেই ম্যাচে সাকিব খেলেন ১১৪ রানের অসাধারণ ইনিংস। আর রিয়াদ অপরাজিত থাকেন ১০৩ রান করেন। আর এবছরের শেষে মুশফিকুর রহিমকে সরিয়ে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্বটা তুলে দেয়া হয় এই বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball