promotional_ad

এশিয়া কাপ ইস্যুতে পাক-ভারতের কাদা ছোড়াছুড়ি

promotional_ad

পাকিস্তানের মাটিতে ইমার্জিং কাপে অংশ নিতে ভারত অনীহা প্রকাশ করায় ভারতে এশিয়া কাপ খেলতে না যাওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৮ সালের এপ্রিলে পাকিস্তানে ইমার্জিং কাপ অনুষ্ঠিত হওয়ার কথা।


দুবাইয়ে এসিসির মিটিংয়ে ভোটাভুটির পর এই সিদ্ধান্ত নেয়া হয়। মিটিংয়ে বাংলাদেশ ও ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কোন প্রতিনিধি উপস্থিত ছিল না। 


যার কারনে অধিক ভোটে পাকিস্তানে ইমার্জিং কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 'এসিসি, শ্রীলঙ্কান বোর্ড চেয়ারম্যান এসিসির মিটিংয়ে উপস্থিত ছিল।



promotional_ad

বাংলাদেশ ও ভারত মিটিংয়ে আমন্ত্রিত ছিল, কিন্তু তারা আসে নি। তাই কমিটি ভোটের মাধ্যমে পাকিস্তানকে ইমার্জিং কাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে।,' বলেছেন পিসিবি চিফ নাজাম শেঠি।


এছাড়া এসিসির বৈঠকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের আসরে পাকিস্তানের অংশগ্রহন নিয়ে ধোঁয়াশার জন্ম দিয়েছেন নাজাম শেঠি। পাকিস্তানে ইমার্জিং কাপ হলে ভারতীয় দলকে টুর্নামেন্টে অংশ নিতে হলে সরকারের সবুজ সংকেত জরুরি।


শেঠি বলছেন, ভারতে এশিয়া কাপ খেলতে হলে পাকিস্তানকেও সরকারের অনুমতি নিতে হবে। তার ভাষায়, 'বিসিসিআই সরকারের অনুমতির অপেক্ষায় আছে। আমরাও ভারতে এশিয়া কাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিব, তার আগে আমাদেরও সরকারের সবুজ সংকেত আবশ্যক।'



সূত্রঃ ডন



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball